Priyanka Chopra: দেখা গেল মুখ, মেয়ের পুরো ছবি প্রকাশ্য়ে আনলেন প্রিয়াঙ্কা
Priyanka Chopra's Daughter Photo: নতুন বছরে মাতৃত্বের স্বাদ পান প্রিয়াঙ্কা, আর এবার মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন তিনি।
মুম্বই: ২০২৩ সালের ১৫ জানুয়ারি সারোগেসির (Surrogacy) মাধ্যমে মাতৃত্বের স্বাদ পান প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সোশ্যালে সেই খবর শেয়ারও করেছিলেন তিনি। তবে প্রিয়াঙ্কার মেয়ের মুখ দেখার অধীর অপেক্ষায় ছিল অনুরাগীদের দল। আর এবার মালতী মেরি চোপড়া জোনাসের মুখ প্রকাশ্যে এসেছে। প্রথমে ছবি প্রকাশ্য়ে এলেও মুখ দেখা যায়নি। তবে এবার সব আড়াল সরিয়ে সামনে এল মেয়ের ছবি (Daughter's Picture)।
View this post on Instagram
প্রসঙ্গত, এর আগে প্রিয়াঙ্কার মেয়ের ছবি প্রকাশ্যে এলেও তার মুখটা ঢাকা ছিল। আর ধৈয্য ধরতে পারছিলেন না ভক্তরা। তবে শুধু প্রিয়াঙ্কাই নন, এর আগে অনুষ্কা থেকে শুরু করে সোনম কাপুর , আলিয়া ভাট, বিপাসা বসু, কোনও সেলেবই সন্তানের মুখ প্রথমে প্রকাশ্যে আনেননি। তবে এবার অপেক্ষা শেষ। সামনে এল প্রিয়াঙ্কার মেয়ের পুরো ছবি। আর মুখ প্রকাশ্যে আসতেই অনুরাগীরা বেশ খুশি। অনেকেই ধন্যবাদ জানিয়েছেন, মেয়ের ছবির প্রকাশ্যে আনার জন্য। প্রশংসা করেছেন একাধিক মানুষ। লিটল প্রিন্সেসের মাথায় ক্রিম কালারের একটা হেয়ার ব্যান্ড। উল্লেখ্য, ২০১৭ সালে প্রথম আলাপ, ২০১৮ সালে ডিসেম্বরে রাজস্থানে বিয়ের বন্ধনে আবদ্ধ হন প্রিয়াঙ্কা ও নিক। দেখতে দেখতে ৫ বছর পার। মেয়েকে নিয়ে নিক ও প্রিয়াঙ্কার ভরা সংসার।
আরও পড়ুন, বিয়ে বাড়িতে নাচে-গানে মগ্ন আমির-কার্তিক, রইল ভিডিও
বরাবরাই সবার থেকে বেশ অনেকটাই আলাদা প্রিয়াঙ্কা। নিজেকে তিনি যেভাবে নিষ্পাপ প্রেমের গল্পে অনুরাগ বসুর ছবিতে তুলে ধরেন, আবার অ্যাকশন ছবিতেও তিনি অটুট। পাশাপাশি তার বলিউড থেকে হলিউড যাত্রা এবং বাধা ভেঙে দেওয়া, যাবতীয় বস্তাপচা কনসেপ্টের হাড়ি ভেঙে ফেলায় সবার থেকেই এগিয়ে প্রিয়াঙ্কা। তবে শুধু অভিনয় করেই থেমে থাকেননি তিনি, এর পাশাপাশি রয়েছে তার প্রোডাকশন হাউজ, হোটেল ব্যবসাও। তবে এখানেই শেষ নয় প্রথম থেকেই তিনি নিজের স্টাইল স্টেটমেন্টের সঙ্গে তিনি আরও একধিক বিষয়ে মৌলিক। একাধিক সাক্ষাতকারে প্রিয়ঙ্কা চোপড়া জানিয়েছেন, সাজাগোজার মধ্যে সবার থেকে আগে তিনি চোখ রাখেন জুতোয়। এবং তিনি তার ড্রেস চয়েসও করেন জুতোর সঙ্গে মিলিয়ে। অর্থাৎ এখানেও তিনি বেশ আলাদা।