এক্সপ্লোর
Advertisement
সে কী! প্রিয়ঙ্কা ঘুরিয়ে স্বীকার করে ফেললেন শাহরুখের সঙ্গে প্রেম করার কথা?
মুম্বই: তাঁর পছন্দের জ্যাকেটটা যে প্যান্ডোরার বাক্স খুলে দেবে, তা বোধহয় ভাবেনওনি প্রিয়ঙ্কা চোপড়া!
ডার্টি লন্ড্রি নামে একটি চ্যাট শোয়ে নিজের পুরনো পোশাক আশাক নিয়ে বলতে গিয়ে জ্যাকেটটা দেখান প্রিয়ঙ্কা। বলেন, শোয়ের নাম যেহেতু ডার্টি লন্ড্রি, তাই এটার কতা বলছি। এটা বহুবার পরেছি আমি। এটা আমার এয়ারপোর্ট জ্যাকেট, তবে আমার না, আমার এক্স বয়ফ্রেন্ডের।
প্রিয়ঙ্কার এই কথায় আপনি নিশ্চয়ই শাহরুখ খানের নামগন্ধও কোথাও পাননি। কিন্তু বলিউডের যাঁরা নিয়মিত খবরাখবর রাখেন, তাঁদের তক্ষুনি মনে পড়েছে, এমনই একটা জ্যাকেট যেন শাহরুখেরও ছিল! তাঁদের দুজনের প্রেম কাহিনি তো একটা সময় রীতিমত চর্চিত ছিল বলিউডে।
অনুষ্ঠানের সঞ্চালক প্রিয়ঙ্কাকে প্রশ্ন করেন, প্রাক্তন বয়ফ্রেন্ডের জ্যাকেট তাঁর রেখে দেওয়ার কারণ কী। প্রিয়ঙ্কার জবাব, পাল্টাপাল্টি হয়ে গিয়েছিল। বহুদিন ধরে আমার বাড়ি ছিল এটা, আমিই পরতাম। যখন ও ফেরত চাইল, আমি বললাম, না।
এক টুইটার ব্যবহারকারী শাহরুখের জ্যাকেটের প্রসঙ্গ টেনে প্রিয়ঙ্কার মন্তব্যটি টুইট করেন। তাতে লাইক দেন প্রিয়ঙ্কা কিন্তু তারপরেই আনলাইক করে দেন। লাইক, আনলাইকের স্ক্রিনশটও ঘুরছে টুইটারে।
Okay so @priyankachopra just LIKED and then UNLIKED my tweet which spoke about @iamsrk being her ex-bf! What just happened guys? ???????? pic.twitter.com/GcGyWJsrIB
— Inspiremaryam (@Inspiremaryam) May 26, 2017
তাহলে কি জ্যাকেটটা শাহরুখেরই? আপনার কী মনে হয়?
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement