এক্সপ্লোর
Advertisement
বলিউডে পুরুষদের থেকে কম অর্থ পান মহিলারা, অখুশি প্রিয়ঙ্কা চোপড়া
মুম্বই: তাঁর অভিনয় ক্ষমতা ও স্ক্রিন প্রেজেন্সের ওপর নির্ভর করে ছবির সাফল্য। যে কোনও পুরুষ অভিনেতার মতই। কিন্তু পুরুষ অভিনেতার থেকে তাঁর পারিশ্রমিক কম, কারণ তিনি মহিলা। এতদিন এ বিষয়ে মুখ না খুললেও এবার প্রিয়ঙ্কা চোপড়া জানালেন, এই বৈষম্যে মোটেই সন্তুষ্ট নন তিনি।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা জানিয়েছেন, পুরুষদের থেকে তিনি কম টাকা পান, অথচ তাঁদের মতই ছবির জন্য কঠোর পরিশ্রম করেন। এটা মোটেই সুখকর নয়। এই ফারাক যে এত বেশি, সে জন্যও তাঁর খারাপ লাগা আছে।
কিন্তু এ জন্য প্রিয়ঙ্কার নিজস্ব ব্যাখ্যাও আছে। পুরুষ ও মহিলা শিল্পী নির্ভর ছবি কতটা ব্যবসা করছে, তার ওপরেও ঠিক হয় পারিশ্রমিক। আমির খানের দঙ্গল বা সলমন খানের সুলতান য়েমন কোটি কোটি টাকার ব্যবসা করে, মহিলা শিল্পী নির্ভর ছবি ব্যবসা করে তার এক পঞ্চমাংশের বেশি নয়। তাঁর কথায়, যখন সাধারণ মানুষ নারীপ্রধান ছবি দেখতে চাইবেন, সেই ছবি কয়েকশো কোটি টাকার ব্যবসা দেবে, তখনই সেই মত পারিশ্রমিকও পাবেন তাঁরা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement