এক্সপ্লোর
অ্যাঞ্জেলিনা জোলি সহ বিশ্বের শ্রেষ্ঠ কয়েকজন ব্যক্তিত্বকে হারিয়ে দ্বিতীয় সেরা সুন্দরী হলেন প্রিয়ঙ্কা চোপড়া

লস অ্যাঞ্জেলস: বিশ্বের শ্রেষ্ঠ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে হারিয়ে দ্বিতীয় সেরা সুন্দরীর শিরোপা পেলেন প্রিয়ঙ্কা চোপড়া। তালিকায় তাঁর পিছনে রয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি, এমা ওয়াটসন, ব্লেক লাইভলি, মিশেল ওবামার মতো ব্যক্তিরা। লস অ্যাঞ্জেলসের একটি ফটো জার্নাল এবং ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক বাজনেট যৌথভাবে এবিষয়ে একটি ভোটাভুটি চালিয়েছিল। সেখানে বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরীর শিরোপা পেয়েছেন পপ ডিভা বেওয়েন্স। তারপরই রয়েছেন আমাদের প্রিয়ঙ্কা। টুইটারে তাঁর এই জয়ের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়ে সকলকে ধন্যবাদ জানিয়েছেন পিগি চপস।
তৃতীয় স্থানে রয়েছেন মডেল এবং ভিক্টোরিয়া সিক্রেট অ্যাঞ্জেল টেলর হিল। তারপর চতুর্থ স্থানে রয়েছেন এমা ওয়াটসন, ড্যাকোটা জনসন পঞ্চম এবং হিলারি ক্লিন্টন হয়েছেন ষষ্ঠ। জোলি ভোটাভুটির বিচারে রয়েছেন অষ্টমস্থানে, অস্কারজয়ী এমা স্টোন হয়েছেন দ্বাদশ। মিশেল ওবামা এই তালিকায় রয়েছেন ২১ নম্বরে। এই তালিকায় রয়েছেন ওয়ান্ডার ওম্যান স্টার গাল গ্যাডট, অপরা উইনফ্রে, নাওমি ক্যাম্পবেল, অ্যালিসিয়া ভিকান্দার, মার্গট রোবি এবং বেওয়াচ-এ প্রিয়ঙ্কার সহ-অভিনেত্রী অ্যালেক্সান্দ্রা ড্যাডারিও।Thank u @BUZZNET and all who voted. @Beyonce is my number 1 too!! https://t.co/N6F8syOdsz
— PRIYANKA (@priyankachopra) April 1, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
অটো






















