Puja-Kunal: পরিচালককে অপহরণ করে টাকা আদায় করেছেন কুণাল-পূজা? বিতর্কে কী সাফাই তারকা জুটির?
Puja Banerjee and Kunal Varma Controversy: কুণাল ভার্মা এবং পূজা বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিক সম্মেলন করে শ্যাম সুন্দর দে এবং তাঁর স্ত্রী মালবিকা দে-এর উপর ক্ষোভ উগরে দেন

কলকাতা: ছোটপর্দার জনপ্রিয় জুটি পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee) এবং কুণাল ভার্মা (Kunal Varma) সম্প্রতি একটি বিতর্কে জড়িয়ে পড়েছেন। প্রথমে এই দম্পতিই অভিযোগ করেছিলেন, তাঁদের সঙ্গে একটি আর্থিক কেলেঙ্কারি হয়েছে তাঁদের সঙ্গে। এর ফলে প্রভূত আর্থিক ক্ষতি হয়েছে তাঁদের। তবে এর পাল্টা এই দম্পতির বিরুদ্ধে প্রযোজক শ্যাম সুন্দর দে-কে অপহরণ, প্রতারণা এবং তাঁর থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছিল। এই বিষয়ে এবার এই জুটি একটি প্রেস কনফারেন্স করেন এবং জানান, তাঁদের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ করা হয়েছে যে কেউ তাঁদের দিকটা না শুনেই তাঁদের দোষারোপ করছেন। তাঁদের ওপর ঘৃণা বর্ষণ করছেন।
পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণালের সাংবাদিক সম্মেলন
কুণাল ভার্মা এবং পূজা বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিক সম্মেলন করে শ্যাম সুন্দর দে এবং তাঁর স্ত্রী মালবিকা দে-এর উপর ক্ষোভ উগরে দেন। কুণাল বলেন, 'আপনাদের এই বিষয়ে ক্ষমা চাওয়া উচিত। কারণ আপনারা আমাদের ফোন নম্বর ভাইরাল করে দিয়েছেন। তার পর এমন সব ফোন আসছে, যা বলতেও আমাদের রুচিতে বাঁধছে। অনুরাগীরা আমাদের ভালবাসেন, কিন্তু কিছু মানুষ আমাদের কথা না শুনেই আমাদের ওপর ঘৃণাবর্ষণ করছেন। আমাকে অনেক খারাপ কথা বলা হচ্ছে যে, আপনারা কীভাবে কাউকে অপহরণ করতে পারেন।'
View this post on Instagram
অপহরণ প্রসঙ্গে কুণাল
কুণাল আরও বলেন, 'এটা হয়তো কারও জন্য সহজ হবে, কিন্তু আমাদের জন্য খুব কঠিন। কারণ আমাদের এক সন্তান আছে। আমরা তাকে ভালো জিনিস শেখাচ্ছি এবং সে বড় হয়ে কী দেখবে যে তার মা-বাবা অপহরণকারী! এটা অন্যায়। মালবিকা দে-এর সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই। হয়তো তিনি কারও কথা শুনে এসব করছেন। কিন্তু একটু খেয়াল রাখুন। আপনি জানেন আপনার স্বামী কেমন। কিন্তু আমাদের উপর এসব চাপানো ঠিক নয়। হতে পারে তিনি উকিলের কথা শুনে এসব করছেন, কিন্তু এই ঝামেলাটা খুব খারাপ।'
‘আমার রক্তেও আপনারা সত্যিটা দেখতে পাবেন’
কুণাল আরও বলেন, 'আপনারা আমার রক্ত পরীক্ষা করলে সত্যিটাই দেখতে পাবেন। কারণ অনেক পরিশ্রম করে আমি নিজের এই জায়গাটা তৈরি করেছি। কারও কাছে ভিক্ষা করিনি। আমি আপনাদেরও সতর্ক থাকার পরামর্শ দেব। কারণ, যাঁকে আমি তিন বছর ধরে চিনি, তিনি যদি আমার বাড়িতে ঢুকে আমাদের সঙ্গে এমনটা করতে পারেন, তবে আমি কার উপর ভরসা করব?'
View this post on Instagram
পরিচালকের স্ত্রীর গুরুতর অভিযোগ
প্রসঙ্গত, পরিচালক শ্যাম সুন্দর দে এই জুটির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তিনি জানান, তাঁরা পরিচালককে গোয়ায় চার দিন ধরে বন্দী করে রেখেছিলেন এবং মারধরও করেছিলেন। এর পরে, পরিচালকের স্ত্রী একটি পোস্ট শেয়ার করেছিলেন। যেখানে তিনি বলেছিলেন যে পূজা এবং কুণালকে তাঁর স্বামী ৬৪ লক্ষ টাকা দেননি, তাই তাঁরা মাদক মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছিলেন। এছাড়াও তিনি দাবি করেন যে, এই জুটি আগে তাঁর থেকে প্রায় ২৩ লক্ষ টাকা নিয়েছিলেন। তিনি পোস্টে এফআইআরের কপি, হোয়াটসঅ্যাপ চ্যাট এবং লেনদেনের বিবরণও শেয়ার করেছেন।






















