Raj Chakraborty on Instagram: ড্রাইভিং লাইসেন্সের অপেক্ষায় ইউভান! ভিডিও শেয়ার করে লিখলেন রাজ
গাড়ির স্টিয়ারিং ধরে সেটাকে প্রাণপণে ঘুরিয়ে চলেছে একরত্তি। আর তাকে কোলে নিয়ে হাসিমুখে বসে আছেন বাবা। সোশ্যাল মিডিয়ায় ফের ছোট্ট ইউভানের মজার ভিডিও ভাগ করে নিলেন রাজ চক্রবর্তী।
কলকাতা: গাড়ির স্টিয়ারিং ধরে সেটাকে প্রাণপণে ঘুরিয়ে চলেছে একরত্তি। ধীর গতিতে এগোচ্ছে গাড়িও! আর তাকে কোলে নিয়ে হাসিমুখে বসে আছেন বাবা। সোশ্যাল মিডিয়ায় ফের ছোট্ট ইউভানের মজার ভিডিও ভাগ করে নিলেন রাজ চক্রবর্তী।
সম্প্রতি হামলার শিকার হয়েছিলেন ব্য়ারাকপুরের তৃণমূল সাংসদ রাজ। তবে সেই হামলা গুরুতর নয় বলেই জানিয়েছিলেন রাজ-পত্নী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আজ সোশ্যাল মিডিয়ায় ফের খোশমেজাজেই দেখা গেল পরিচালককে। বরাবরের মতই ইউভানের সঙ্গে খুনসুটিতে মাতলেন তিনি। সোশ্য়াল মিডিয়ায় ইউভানের গাড়ি চালানোর ভিডিও শেয়ার করে রাজ লিখলেন, 'আমার মনে হয়, ইউভানে এবার গাড়ি চালানোর জন্য একেবারে তৈরি। এবার খালি ওর ড্রাইভিং লাইসেন্সটা করিয়ে দিতে হবে। আর তারপরেই ও আমাদের একটু ঘুরতে নিয়ে যাবে।' ক্যাপশান শেষে রাজ ট্যাগ করেছেন মা শুভশ্রীকে। কমেন্টে শুভশ্রীও ইউভানকে আদর জানিয়ে লিখেছেন, 'আমার স্মার্টি'।
কেবল শুভশ্রী নয়, কমেন্ট বক্সে ভালোবাসা জানিয়েছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীও। সেইসঙ্গে নেটিজেনরাও কমেন্টবক্স ভরিয়েছেন লাল হার্ট ইমোজিকে। চিরকালই নেটদুনিয়ার চোখের মণি ইউভান। একরত্তির নতুন ভিডিও ভাইরাল হয় অল্প সময়ের মধ্যেই।
সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে রাজ লেখেন, 'আমার সাড়ে ৯ মাসের ছেলে ইউভান দু চাকা ছেড়ে এবার চার চাকার গাড়ি চালানো শিখছে।' ছবির নিচে রাজ জুড়ে দেন লকডাউন বেবির ট্যাগও। ইউভানের গাড়ি চালানোর মিষ্টি ছবি শেয়ার করেছিলেন শুভশ্রীও। লিখেছেন, 'আমার হৃদয়।'
সম্প্রতি নিজের পালসার বাইকে ইউভানকে বসিয়ে ছবি শেয়ার করেছিলেন রাজ। নিজের প্রথম কেনা গাড়িতে ছেলেকে বসিয়ে ক্যাপশানে নস্টালজিয়া লিখেছিলেন রাজ। ছবির ক্যাপশানে রাজ লিখেছিলেন, ' এই Pulsar 150 বাইকটা আমার প্রথম নিজের গাড়ি। ২০০৩ সালে আমি এই বাইকটা কিনি আমার প্রথম উপার্জন দিয়ে। এখন এইটা ইউভান চালানোর চেষ্টা করছে।খুব তাড়াতাড়ি বড় হয়ে ইউভান এই বাইকটা চালানো শিখে যাবে।'