Raksha Bandhan: নেই কোনও উন্নতি, তিনদিনে কত টাকার ব্যবয়া করতে পারল 'রক্ষা বন্ধন'?
Raksha Bandhan Box Office Collection: প্রত্যাশা, প্রচার কিছুই প্রভাব ফেলতে পারছে না বক্স অফিসে। প্রথমদিন কিছুটা ব্যবসা করলেও পরের দিন থেকেই ব্যবসা নিম্নমুখী। তিনদিনে কত টাকার ব্যবসা করল 'রক্ষা বন্ধন'?
মুম্বই: পর-পর দুটো ছবি বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর অনেক প্রত্যাশা ছিল তৃতীয় ছবিটিকে নিয়ে। সে মতোই চলছি প্রচার। ছবি মুক্তিও পেল বিশেষ দিনে। রাখী উৎসবের দিনই মুক্তি পেল ভাই-বোনের পবিত্র সম্পর্ক নিয়ে তৈরি অক্ষয় কুমারের (Akshay Bandhan) বহু প্রতীক্ষিত ছবি 'রক্ষা বন্ধন' (Raksha Bandhan)। পরিচালক আনন্দ এল রাইয়ের এই ছবিতে ঘিরে নির্মাতাদের প্রত্যাশা ছিল অনেক। কিন্তু প্রত্যাশা, প্রচার কোনও কিছুই সেভাবে প্রভাব ফেলতে পারছে না বক্স অফিসে। তাই প্রথমদিন কিছুটা ব্যবসা করলেও পরের দিন থেকেই ব্যবসা নিম্নমুখী। তিনদিনে কত টাকার ব্যবসা করল 'রক্ষা বন্ধন'?
শনিবার কত টাকার ব্যবসা করল 'রক্ষা বন্ধন'?
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'রক্ষা বন্ধন' ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকে জানা যাচ্ছে, 'তৃতীয় দিনেও কোনও উন্নতি নেই 'রক্ষা বন্ধন'-এর। দ্বিতীয় দিনের মতোই তৃতীয় দিন ব্যবসা করল এই ছবি। শনিবার এই ছবি ব্যবসা করেছে ৬.৫১ কোটি টাকার। তিন দিনে মোট ব্যবসা হল ২১.১১ কোটি টাকার। এখন দেখার ছুটির দিন রবিবার কত টাকার ব্যবসা করতে পারে এই ছবি।'
আরও পড়ুন - Karan Johar: রেগে আছেন সারা? কর্ণর বড় ঘোষণা অন্য কথা বলছে
বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, উত্তর প্রদেশ, রাজস্থান এবং মূলত হিন্দবলয়ে বেশি ভালো ব্যবসা করেছে 'রক্ষা বন্ধন'। কিন্তু মুম্বই, পুনে, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং কলকাতায় বিশেষ ভালো ব্যবসা করতে পারেনি। রবিবার ছুটির দিন এবং তার পরের দিন সোমবার স্বাধীনতা দিবসের ছুটি। এই দুদিনে দেশজুড়ে কত টাকার ব্যবসা করতে পারে অক্ষয় কুমারের ছবি, সেদিকেই তাকিয়ে রয়েছেন নির্মাতা থেকে ট্রেড অ্যানালিস্টরা। তাঁদের প্রত্যাশা, এই দুদিন ভালো ব্যবসা করতে পারে এই ছবি।<
>
প্রসঙ্গত, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'বয়কট রক্ষা বন্ধন' ট্রেন্ডিং হয়েছিল। অক্ষয় কুমারের ছবিকে বয়কট করার ডাক দিয়েছিল নেটিজেনদের একাংশ। তবে, শুধু অক্ষয় কুমারের ছবিকেই বয়কট ডাক দেওয়া নয়, আমির খানের 'লাল সিং চাড্ডা'কেও বয়কট ডাক দেয় নেটিজেনদের একাংশ। সে প্রসঙ্গে সরব হন তারকারা। অক্ষয় কুমার এক সাক্ষাৎকারে বলেন যে, আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন দেশ। এখানে যে কেউ যা খুশি বলতে পারে। কিন্তু তার পাশাপাশি ছবিগুলিকে বয়কট ডাক না দেওয়ারও আর্জি জানান তিনি। 'রক্ষা বন্ধন' ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে দেখা গিয়েছে ভূমি পেড়নেকরকে।