Bollywood At Ram Mandir Consecration: শাড়িতে মোহময়ী আলিয়া, ধুতি-পাঞ্জাবিতে রণবীর, দেখুন বলিউডের রামমন্দির উদ্বোধনের সাজ
Bollywood Celebrities in Ayodhya : অযোধ্যায় এসেছেন ভিকি কৌশল , ক্যাটরিনা কাইফ থেকে রণবীর কপূর, আলিয়া ভট্ট। এসেছেন সপরিবার মাধুরী দীক্ষিত। এসেছেন দক্ষিণী তারকা চিরঞ্জীবী, রামচরণ।
অযোধ্যা: প্রতীক্ষার অবসান। আজ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে নব নির্মিত রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে। ১২টা ২৯ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২টা ৩০ মিনিট ৩২ সেকেন্ড। এই ৮৪ সেকেন্ড মাহেন্দ্রক্ষণের মধ্যেই প্রাণপ্রতিষ্ঠা হবে। বহু প্রতীক্ষিত মুহূর্তের সাক্ষী থাকতে রাম জন্মভূমিতে আজ চাঁদের হাট। বলিউড থেকে টলিউড, রাজনীতির দুনিয়া থেকে সঙ্গীতদুনিয়া, তারকার ঢল নেমেছে অযোধ্যায়। আর প্রত্যেকের পরনেই সনাতনী ভারতীয় পোশাক। অযোধ্যায় এসেছেন ভিকি কৌশল , ক্যাটরিনা কাইফ থেকে রণবীর কপূর, আলিয়া ভট্ট। এসেছেন সপরিবার মাধুরী দীক্ষিত। এসেছেন দক্ষিণী তারকা চিরঞ্জীবী, রামচরণ।
রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে অযোধ্যামুখী বলিউডের সেলিব্রিটিরা। মুম্বইয়ের বিমানবন্দরে নজর কাড়েন রণবীর কাপুর এবং আলিয়া ভট্ট। তাদের সঙ্গে দেখা গিয়েছে রোহিত শেট্টিকেও । আলিয়ার পরনে একটি সমুদ্রনীল শাড়ি। সঙ্গে বাহারি শাল। চুলে আলগা খোঁপা। মোটের উপর একেবারে ছিমছাম সাবেকি সাজ। অন্যদিকে, রণবীর কাপুরকে দেখা গেল একেবারে বাঙালিদের মতো ধুতি-পাঞ্জাবিতে। সাদা পাঞ্জাবির সঙ্গে সুতোর কাজ করা সাদা শাল নজর কাড়ল।
আরও পড়ুন :
রামভূমি অযোধ্যার দর্শন করুন এবিপি মেটাভার্সে। ক্লিক করুন।
View this post on Instagram
রামলালার প্রাণপ্রতিষ্ঠার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে অযোধ্যায় তারকা সমাবেশ ঘটেছে। পৌঁছে গিয়েছেন চিরঞ্জীবী, রামচরণ, বিবেক ওবেরয়, মধুর ভাণ্ডারকর, অনুপম খের, সোনু নিগমরা। থাকছেন অমিতাভ বচ্চন, রণবীর কপূর, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, মাধুরী দীক্ষিত, জ্য়াকি শ্রফ থেকে ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফরা। সোমবার আয়ুস্মান খুরানাকেও দেখা গেল সনাতনী সাজে। তিনি পরেছেন পাজামা-পাঞ্জাবি, সঙ্গে ট্র্যাডিশনাল শাল। এদিন আমন্ত্রণ পেয়ে এসেছেন অমিতাভ বচ্চন থেকে অভিষেক বচ্চন।
সিনেজগৎ থেকে যেমন হয়েছে তারকা সমাবেশ , তেমনি ক্রীড়াজগতের স্টার-সুপারস্টাররাও হাজির হয়েছেন এই অনুষ্ঠানে। সচিন তেন্ডুলকর থেকে অনিল কুম্বলে, সকলেই জানালেন, তাঁরা এই অনুষ্ঠানে হাজির থাকতে পেরে গর্বিত।
View this post on Instagram
আরও পড়ুন মাত্র ৮৪ সেকেন্ডের মাহেন্দ্রক্ষণ, কখন রামলালার প্রাণ প্রতিষ্ঠার মূল অনুষ্ঠান?