এক্সপ্লোর
Advertisement
আয়ুষ্মান খুরানার গানের তালে পা মেলালেন অক্ষয় কুমার ও রণবীর সিংহ, ভাইরাল হল ভিডিও
মুম্বই: সম্প্রতি মুম্বইয়ের একটি অ্যাওয়ার্ড শো তে আয়ুষ্মান খুরানার গানের তালে পা মেলালেন অক্ষয় কুমার ও রণবীর সিংহ। ইন্টারনেটে মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
অন্য সমস্ত অ্যাওয়ার্ড শো-র মতো মুম্বইয়ের এই অ্যাওয়ার্ড শো ও ছিল তারকা খচিত। বলিউডের প্রায় সব অভিনেতা অভিনেত্রী থেকে পরিচালকেরা উপস্থিত হয়েছিলেন এই শো-তে। আয়ুষ্মান খুরানা তার নিজস্ব ইনন্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন একটি ভিডিও। এতে দেখা যাচ্ছে, হাতে মাইক নিয়ে ‘আজা আজা ম্যায় হুঁ পেয়ার তেরা’ গানটি করছেন আয়ুষ্মান খুরানা। আর সেই গানের ছন্দে মেতে উঠেছেন অপারশক্তি খুরানা, অক্ষয় কুমার ও রণবীর সিংহ। মজা করে নাচ করতে দেখা যায় তাদের। পোষ্ট করার পরেই ভক্তদের মধ্যে ছড়িয়ে পরে ভিডিওটি। সবাই ভীষণ পছন্দও করেন তারকাদের এই নাচের ভিডিওটি।
এই শো-এর আরও একটি ভিডিও ভাইরাল হয়। এই ভিডিওটি অক্ষয় কুমার ও রণবীর সিংহের কথোপকথনের। অক্ষয় কুমার রণবীরকে জিজ্ঞাসা করছেন, নতুন যারা বিয়ে করেছেন, তাদেক কি বলতে চাইবেন রণবীর? উত্তরে রণবীর বলেন, তাদের বলা উচিত, জীবনে সঠিক কাজ করেছেন তারা। এটিই তাদেক জীবনের সঠিক সিদ্ধান্ত। দুজনের কথা বলার ধরন দেখে হেসে ফেলেন দর্শক। অক্ষয়-রণবীর সিংহের জুটি বেশ পছন্দ করেন দর্শক।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement