Ranbir-Raha: করিশ্মার বাড়ির গণেশ পুজোয় ফ্রেমবন্দি কপূর পরিবার, বাবার কোলে নজর কাড়ল রাহা
Ganesh Chaturthi 2024: রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে করিশ্মা কপূর ছবি পোস্ট করেছেন একগুচ্ছ। অনুরাগীদের চোখের আরাম অবশ্যই। কপূর পরিবারের উদযাপনের ছবি পোস্ট শেয়ার করেন তিনি।
মুম্বই: কপূর পরিবার (Kapoor Family) এক ফ্রেমে থাকবে আর সেই ছবি ভাইরাল হবে না, তা সম্ভব? এবার লাইমলাইটে করিশ্মা কপূরের (Karisma Kapoor) গণেশ পুজোর আয়োজন (Ganesh Puja 2024)। রবিবার সেখানে মেয়ে রাহাকে (Raha) নিয়ে হাজির হলেন রণবীর কপূর (Ranbir Kapoor), অবশ্যই ছিলেন করিনা কপূর (Kareena Kapoor Khan), সঙ্গে দুই খুদে এবং পরিবারের অন্যান্যরা। সকলের মধ্যে নজর কাড়ল পুচকে রাহা।
করিশ্মার গণেশ পুজোয় বাবার কোলে চড়ে হাজির রাহা
রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে করিশ্মা কপূর ছবি পোস্ট করেছেন একগুচ্ছ। অনুরাগীদের চোখের আরাম অবশ্যই। কপূর পরিবারের উদযাপনের ছবি পোস্ট শেয়ার করেন তিনি। প্রথম যে ছবি দেখা যাচ্ছে সেখানে হাজির গোটা পরিবার। করিশ্মা, করিনার সঙ্গে তাঁর দুই খুদে, তৈমুর ও জেহ, রণবীর কপূরের কোলে ছোট্ট রাহা, রণধীর কপূর, ববিতা কপূর, রীমা কপূর, আদর জৈন, তাঁর বাগদত্তা আলেখ্যা আডবাণী একসঙ্গে পোজ দিয়েছেন ছবিতে।
তবে একটি ছবিতে সকলের নজর আটকেছে। সেখানে দেখা যাচ্ছে কোলে কন্যাকে নিয়ে তার দিকে আদুরে চোখে তাকিয়ে আছেন রণবীর। বাবার কোলে মিষ্টি সবুজ সাবেকি পোশাক পরে বসে রয়েছে রাহা। করিনা ও সেফের দুই ছেলে ট্যুইনিং করে নীল কুর্তা ও সাদা পাজামা পরেছিল।
View this post on Instagram
এই সপ্তাহের শুরুর দিকে রণবীর কপূরকে মা নীতু কপূরের সঙ্গে গণেশ বিসর্জনে দেখতে পাওয়া যায়। গণেশ চতুর্থীর উৎসব প্রায় দিন দশ ধরে চলে। শুরু হয়েছে ৭ সেপ্টেম্বর এবং সেটি চলবে অনন্ত চতুর্দশী পর্যন্ত। এই উৎসব বিনায়ক চতুর্থী নামেও পরিচিত। পুরনো সমস্যা, দুঃখ, বাধা বিপত্তি কাটিয়ে নতুন করে এগিয়ে চলা, নতুন শুরুর প্রার্থনা করে গণেশের আরাধনা হয়। মহারাষ্ট্রে ধুমধাম করে এই উৎসব পালিত হয়। একাধিক তারকা নিজেদের বাড়িতে গণেশ পুজোর আয়োজন করেন। মেতে ওঠেন উৎসবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।