Ranbir Kapoor: 'মদ্যপ রণবীর কপূর'? মারাত্মক ট্রোলের শিকার অভিনেতা
Ranbir-Alia: বিমানবন্দরে আলিয়ার অপেক্ষায় থাকা রণবীরের ছবি প্রকাশ্যে আসতেই অভিনেতাকে 'মদ্যপ' বলে কটাক্ষ করলেন নেটিজেনদের একাংশ।
মুম্বই: প্রথম হলিউড ছবির কাজ শেষ করে দেশে ফিরলেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। আর তাঁকে বিমানবন্দরে নিয়ে আসতে গেলেন রণবীর কপূর (Ranbir Kapoor)। স্ত্রীর জন্য অপেক্ষারত অবস্থায় পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন তিনি। কিন্তু সেখানেও ট্রোলাররা ছাড়লেন না 'শামশেরা' তারকাকে। বিমানবন্দরে আলিয়ার অপেক্ষায় থাকা রণবীরের ছবি প্রকাশ্যে আসতেই অভিনেতাকে 'মদ্যপ' (Drunk) বলে কটাক্ষ করলেন নেটিজেনদের একাংশ।
বিমানবন্দরে মদ্যপ অবস্থায় ছিলেন রণবীর কপূর?
চলতি বছর বিয়ে সেরেছেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। একটা সুখবরের রেশ কাটতে না কাটতেই নতুন সুখবর দিলেন তারকা দম্পতি। তাঁদের সংসারে যে নতুন অতিথি আসতে চলেছে, তা ছবি পোস্ট করে জানালেন আলিয়া। আর হবু মা-কে বিমানবন্দর থেকে নিয়ে আসতে গেলেন রণবীর। কিন্তু সেখানেও পিছু ছাড়ল না ট্রোল। কী ঘটেছে? সম্প্রতি নেট দুনিয়ায় রণবীর কপূরের বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিমানবন্দরের বাইরে গাড়িতে খালি পায়ে বসে রয়েছেন রণবীর। মোবাইলে ব্যস্ত অভিনেতাকে দেখে 'মদ্যপ' বলে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। অভিনেতার বসার কায়দা দেখে কোনও কোনও নেট নাগরিক কমেন্ট করেছেন যে, 'এর থেকে তো গাড়ির চালককে দেখতে ভালো।' আবার কেউ কমেন্টে লিখেছেন যে, 'নেশাখোর! আর কিছু বলার নেই। একজন স্বামীর বসার কায়দা কীভাবে এমন হতে পারে!'
আরও পড়ুন - Malaika Arora: সাদা শাড়িতে মালাইকা, চোখ সরাতে পারছেন না নেটিজেনরা
প্রসঙ্গত, চলতি বছরটা একটু বেশিই স্পেশাল রণবীর কপূরের কাছে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, চলতি বছর তিনি বিয়ে সেরেছেন। বাবাও হতে চলেছেন। আর পেশাগত দিক থেকে, দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরতে চলেছেন রণবীর কপূর। সামনেই তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'শামশেরা' মুক্তি পাবে। আর তার ঠিক ৪৫ দিন পর মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি 'ব্রহ্মাস্ত্র'তে প্রথমবার পর্দায় জুটি বেঁধে দেখা যাবে রণবীর- আলিয়াকে।