এক্সপ্লোর
আলিয়া নয়, রণবীর এবার চুমু খেয়ে বসলেন তাঁর বোন শাহিনকে!
কপূর পরিবারের আর এক সদস্যও দাবি করেছেন, আশীর্বাদের গল্প পুরোপুরি মিথ্যে, রণবীর রণথম্ভোরে পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়েছেন।

মুম্বই: রণবীর কপূরের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তাতে দেখা যাচ্ছে, কপূর খানদানের সুযোগ্য পুত্র চুম্বন করছেন বান্ধবী আলিয়া ভট্টের বোন শাহিন ভট্টকে। নেটিজেনদের বক্তব্য, রণবীর শুধু আলিয়ার নন, গোটা ভট্ট পরিবারেরই বেশ ঘনিষ্ঠ!
শোনা যাচ্ছে, অল্পদিনের মধ্যেই রণবীর-আলিয়া বিয়ে করবেন। রণবীর মা নীতু সিংহ ও বান্ধবী আলিয়াকে নিয়ে গত পরশু মুম্বই থেকে জয়পুর গিয়েছেন। রণথম্ভোরের আমন হোটেলে বন্ধুবান্ধবদের নিয়ে উঠেছেন তাঁরা। আগুনে ঘৃতাহুতি দিয়েছে সেখানে রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোনেরও চলে আসা। অনেকেই বলাবলি করছেন, তাহলে কি এবার রণথম্ভোরে রণবীর-আলিয়ার আশীর্বাদ হয়ে যাবে? যদিও রণবীরের কাকা রণধীর কপূর এবিপি আনন্দের কাছে দাবি করেছেন, এই খবরের কোনও ভিত্তি নেই, নির্ভেজাল গুজব। যদি রণবীর-আলিয়ার আশীর্বাদ হত, তাহলে তিনি ও পরিবারের অন্যান্যরাও এখন রাজস্থান থাকতেন। রণবীর, আলিয়া, নীতু স্রেফ ছুটি কাটাতে ও নতুন বছর উদযাপন করতে ওখানে গিয়েছেন। এর বেশি আর কিছু নয়। কপূর পরিবারের আর এক সদস্যও দাবি করেছেন, আশীর্বাদের গল্প পুরোপুরি মিথ্যে, রণবীর রণথম্ভোরে পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়েছেন।
বেশ কিছুদিন ধরে প্রেম করছেন রণবীর কপূর এবং ছবি নির্মাতা মহেশ ভট্টের মেয়ে আলিয়া ভট্ট। দুই পরিবারের বোঝাপড়া বেশ ভাল, তাঁদের সম্পর্কে কারও আপত্তি নেই। রণবীরের বলিউডে প্লে বয় হিসেবে কুখ্যাতি ছিল, তিনি এর আগে সোনম কপূর, দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেম করেছেন, পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা ছিল। সবার সঙ্গেই তাঁর বিচ্ছেদ হয়ে গিয়েছে, সোনম, দীপিকা বিয়ে থা করে দিব্যি আছেন, ক্যাটরিনা শোনা যাচ্ছে, প্রেম করছেন ভিকি কৌশলের সঙ্গে। উল্টোদিকে আলিয়ার সঙ্গেও বরুণ ধবন, সিদ্ধার্থ মালহোত্রাদের প্রেমের সম্পর্ক ছিল বলে খবর। কিন্তু সে সবই এখন ইতিহাস, আলিয়া-রণবীর মজে রয়েছেন পরস্পরে, লকডাউনে আরও ঘনিষ্ঠ হয়েছে তাঁদের সম্পর্ক। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















