Ranbir Kapoor: হবু মা আলিয়ার ঘুমনোর কায়দা ফাঁস করলেন রণবীর
Ranbir Alia Updates: পেশাগত ও ব্যক্তিগত জীবনে সেরা সময়টা কাটাচ্ছেন তিনি। সম্প্রতি আলিয়া ভট্টের গোপন তথ্য ফাঁস করলেন রণবীর কপূর।
মুম্বই: আর কয়েকদিন পরই মা হবেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট। জীবনের সেরা সময়টা এই মুহূর্তে কাটাচ্ছেন তিনি। চলতি বছরটা তাঁর জীবনে একটু বেশিই স্পেশাল। পেশাগত দিক থেকে চলতি বছর তিনি সমস্ত ছবিতেই সাফল্যের মুখ দেখেছেন। তাঁর অভিনীত 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', 'আর আর আর', 'ব্রহ্মাস্ত্র' বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। চলতি বছরই তিনি প্রথম হলিউড ছবির কাজ শুরু ও শেষ করেছেন। আর ব্যক্তিগত জীবনের দিক থেকে বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর চলতি বছর বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা রণবীর কপূরের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন। আর বিয়ের মাস দুয়েকের মধ্যেই অভিনেত্রী জানিয়েছেন যে, তিনি মা হতে চলেছেন। পেশাগত ও ব্যক্তিগত জীবনে সেরা সময়টা কাটাচ্ছেন তিনি। সম্প্রতি আলিয়া ভট্টের গোপন তথ্য ফাঁস করলেন রণবীর কপূর।
আলিয়া ভট্টের গোপন তথ্য প্রকাশ্যে আনলেন রণবীর কপূর-
রণবীর কপূর ও আলিয়া ভট্টের রসায়য়ন বরাবরই চর্চিত। তাঁদের সম্পর্ক প্রকাশ পায় নেট দুনিয়ায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর ফাঁস করলেন আলিয়ার ঘুমনোর কায়দা। অভিনেতা বলেন, 'ঘুমনোর সময় ও (আলিয়া ভট্ট) বিছানা জুড়ে যেন ঘুরতে থাকে। ওর শোওয়ার জন্য আমার কাছে বিছানা ক্রমশ ছোট থেকে ছোট হতে থাকে। ওর পা একদিকে থাকে আর মাথা একদিকে। এমনও হয়, আমি হয়তো বিছানার এক কোনে পড়ে রয়েছি। এভাবেই স্ট্রাগল করে ঘুমতে হয় আমায়।'
আলিয়ার ঘুমনোর কায়দা রণবীর ফাঁস করার পর একই প্রশ্ন করা হয়েছিল অভিনেত্রীকেও। রণবীরকে কতটা সহ্য করতে হয়? প্রসঙ্গে 'রাজি' অভিনেত্রী বলেন, 'রণবীরের চুপ থাকার যে অভ্যাস, তার প্রশংসা না করে পারছি না। ও অত্যন্ত ভালো শ্রোতা। এর সঙ্গে ওর এই নিশ্তব্ধতাও আমাকে সহ্য করতে হয়। যেমন, আমি হয়তো ওকে মারলাম। আর ওর প্রতিক্রিয়া পেতে চাইলাম। কিন্তু ও ওর নিজের অভ্যাসেই থাকে।'
আরও পড়ুন - Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, একনজরে বিনোদনের সেরা খবরগুলি
প্রসঙ্গত, বাস্তব জীবনে জুটি বাঁধার পর রণবীর কপূর ও আলিয়া ভট্টকে প্রথমবার পর্দায় জুটি বাঁধতে দেখা গিয়েছে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে। এই ছবি সারা বিশ্ব জুড়ে দুর্দান্ত ব্যবসা করেছে। ইতিমধ্যেই বিশ্বজুড়ে সাড়ে তিনশো কোটিরও বেশি টাকার ব্যবসা করে ফেলেছে। বি টাউনে একের পর এক ছবি যধি ব্যক্ত হচ্ছে, তখন 'ব্রহ্মাস্ত্র'র হাত ধরে যেন লক্ষ্মীলাভ হয়েছে। ট্রেড অ্যানালিস্টদের বক্তব্য এমনই।