এক্সপ্লোর
জেলে যাচ্ছেন রণবীর কপূর! কিন্তু কেন?

মুম্বই: প্রথমে ১৩ কেজি ওজন বাড়িয়েছেন। এবার জেলেও চললেন রণবীর কপূর। এক আধদিন নয়, ফাটকে কাটাবেন পাক্কা এক সপ্তাহ। ঘাবড়াবেন না। বাস্তবে নয়। রণবীর সঞ্জয় দত্তের বায়োপিকে তাঁর যৌবনের ভূমিকায় রয়েছেন। সঞ্জয়ের জুতোয় পা গলাতে তাই জেলে থাকার অভিজ্ঞতা পেতে চাইছেন তিনি।
ছবিতে সঞ্জয় দত্ত হিসেবে রণবীর কপূর জানা গিয়েছে, কপূর পরিবারের পুত্র ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ভোপাল। শহরের একটি জেলে থাকবেন ১ সপ্তাহ। বেআইনি অস্ত্র মামলায় সঞ্জয়কে কয়েক বছর কাটাতে হয় পুনের ইয়েরওয়াড়া জেলে। চরিত্রের জন্য সেই অভিজ্ঞতা সরাসরি লাভ করতে চান রণবীর। রাজকুমার হিরানির এই ছবিতে পরেশ রাওয়াল করছেন সুনীল দত্তের চরিত্র। সোনম কপূর সঞ্জয়ের প্রথমদিকের প্রেমিকা। অনুষ্কা শর্মা করছেন এক সাংবাদিকের রোল, মনীষা কৈরালা আছেন মা নার্গিসের ভূমিকায়।
ছবিতে সঞ্জয় দত্ত হিসেবে রণবীর কপূর জানা গিয়েছে, কপূর পরিবারের পুত্র ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ভোপাল। শহরের একটি জেলে থাকবেন ১ সপ্তাহ। বেআইনি অস্ত্র মামলায় সঞ্জয়কে কয়েক বছর কাটাতে হয় পুনের ইয়েরওয়াড়া জেলে। চরিত্রের জন্য সেই অভিজ্ঞতা সরাসরি লাভ করতে চান রণবীর। রাজকুমার হিরানির এই ছবিতে পরেশ রাওয়াল করছেন সুনীল দত্তের চরিত্র। সোনম কপূর সঞ্জয়ের প্রথমদিকের প্রেমিকা। অনুষ্কা শর্মা করছেন এক সাংবাদিকের রোল, মনীষা কৈরালা আছেন মা নার্গিসের ভূমিকায়। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















