এক্সপ্লোর
প্রকাশ্যে এল সঞ্জয় দত্তরূপী রণবীর কপূরের ফার্স্ট লুক

মুম্বই: সঞ্জয় দত্ত হয়ে উঠতে রণবীর কপূর রীতিমত শারীরিক কসরত করছেন বলে খবর। তাঁর বডি ল্যাঙ্গুয়েজে সেই কসরতের ছাপ স্পষ্ট। রাজকুমার হিরানি যখন রণবীরকে সঞ্জয়ের বায়োপিকে তাঁর চরিত্রে সই করান, অনেকের মনেই প্রশ্ন ছিল, সঞ্জু বাবার ঝোড়ো লাইফস্টাইল পারফর্মিং আর্টিস্ট রণবীর ফুটিয়ে তুলতে পারবেন কিনা। এমনকী সঞ্জয়ও নাকি চিন্তিত ছিলেন এ নিয়ে।
কিন্তু সঞ্জয়ের চেহারায় রণবীরের ফার্স্ট লুকই বলে দিচ্ছে, হিরানির জহুরির চোখ ভুল করেনি এবারেও। সঞ্জুর চেহারা থেকে ম্যানারিজম- সব কিছু নিখুঁতভাবে তুলে নিয়েছেন তিনি।
সঞ্জয়ের জীবনের তিনটি অধ্যায় নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। তাই রণবীরকেও ছবিতে দেখা যাবে তিনটি ভিন্ন লুকে।
কিন্তু সঞ্জয়ের চেহারায় রণবীরের ফার্স্ট লুকই বলে দিচ্ছে, হিরানির জহুরির চোখ ভুল করেনি এবারেও। সঞ্জুর চেহারা থেকে ম্যানারিজম- সব কিছু নিখুঁতভাবে তুলে নিয়েছেন তিনি।
সঞ্জয়ের জীবনের তিনটি অধ্যায় নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। তাই রণবীরকেও ছবিতে দেখা যাবে তিনটি ভিন্ন লুকে। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















