এক্সপ্লোর
Advertisement
ভালো চিত্রনাট্য পেলে বাংলা সিনেমায় কাজ করতে আগ্রহী, বললেন রানী
মুম্বই: আজ ৩৮ তম জন্মদিন বলিউড অভিনেত্রী রানী মুখোপাধ্যায়ের। জন্মদিনের প্রাক্কালে যশরাজ ফিল্মের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করা ভিডিও-র মাধ্যমে অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন রানী। তাঁর মাতৃত্ব, মেয়ে আদিরা ও বলিউডে ভবিষ্যত পরিকল্পনা সংক্রান্ত অনুরাগীদের কৌতুহলের জবাব দিয়েছেন তিনি। এ বছর জন্মদিনটা মুম্বইয়ের কাটাচ্ছেন বলে জানিয়েছেন রানী।
অনুরাগীদের জন্মদিনের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়ে রানী বলেছেন, গত দু বছর আমাকে আপনারা সিনেমায় মিস করেছেন। আসলে ওই সময় আমার সন্তানকে নিয়ে ব্যস্ত ছিলাম।
বলিউডে আগামী সিনেমা হিচকি-র মাধ্যমে প্রত্যাবর্তন ঘটতে চলেছে রাণীর। এই সিনেমার শ্যুটিং আগামী মাস থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এক অনুরাগী জানতে চান, আবার কবে তাঁরে রোমান্টিক সিনেমায় দেখা যাবে। এর উত্তরে রানী বলেছেন, হিচকি-র পরেই।
বলিউডে তাঁকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এ ব্যাপারে এক প্রশ্নের জবাব রানী বলেছেন, আমি এত ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করি। বিভিন্ন ধরনের ভূমিকায় কাজ করতে দারুন লাগে।
মা হওয়ার অনুভূতি অসাধারণ বলে মন্তব্য করে রানী বলেছেন, তাঁর জীবনের সেরা সুখের দিন এই আড়াইটা বছর। একজন মেয়ের কাছে মা হওয়ার থেকে বড় কিছুই নেই।
রাজা কি আয়েগি বরাত-এর পর ২০ বছর কেটে গিয়েছে। এ ব্যাপারে রানী বলেছেন, আসলে আরও দু বছর আগে সিনেমার শ্যুটিং শুরু করেছিলাম। জানি না, কীভাবে কেটে গেল ২২ টা বছর।
এক বাঙালী অনুরাগীর প্রশ্নের উত্তরে রানী বলেছেন, ভালো চিত্রনাট্য পেলে তিনি বাংলা সিনেমায় কাজ করতে আগ্রহী।
রানী জানিয়েছেন, জন্মদিনটা মেয়ের সঙ্গে কাটাবেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement