এক্সপ্লোর
Advertisement
দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন এই বলিউড অভিনেতা, কে তিনি দেখুন
নয়াদিল্লি: একেবারে পারফেক্ট বয়ফ্রেন্ডের মতো রণবীর সিংহ তাঁর বান্ধবী দীপিকা পাড়ুকোনের বাবা, ব্যাডমিন্টন প্লেয়ার প্রকাশ পাড়ুকোনের সঙ্গে সম্প্রতি ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন।
গতকাল সন্ধেবেলা বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে, প্রকাশ পাড়ুকোন, ক্রীড়া জগতের আরও এক কিংবদন্তী ব্যক্তিত্ব রাহুল দ্রাবিড়ের সঙ্গে মিলে পাড়ুকোন-দ্রাবিড় স্পোর্টস এক্সলেন্সের উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানেই একজন সুপুরুষ এবং পারফেক্ট বয়ফ্রেন্ডের মতো দীপিকার পাশে হাজির ছিলেন রণবীর সিংহ। সেই অনুষ্ঠানে গিয়ে একাধিক ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দেন রণবীর, কিন্তু সকলের নজর কাড়ে একটি ছবিই। সেটা হল প্রকাশের সঙ্গে রণবীরের ছবিটি। সেই ছবিতে রণবীর আবার ক্যাপশন দিয়েছিলেন 'গড অফ ব্যাডমিন্টন'-এর সঙ্গে।
তবে একথা সকলেরই জানা, দীপিকার পরিবারের সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠ রণবীর। গত বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে বলিউডের এই দুই জুটিকে খুব ভাল বন্ডও শেয়ার করতে দেখা যায় প্রকাশ্যে। দীপিকাও গতকাল সন্ধের অনুষ্ঠানের একটি ছবি দিয়ে অনুষ্ঠান সম্পর্কে এই ক্যাপশনটি দেন, "Padukone-Dravid Centre for Sports Excellence[PDCSE]-this is by far the BEST thing that could've happened to Indian Sport! Congratulations! #PrakashPadukone #RahulDravid#VivekKumar."
ওই অনুষ্ঠানে প্রকাশ পাড়ুকোন, দ্রাবিড় ছাড়াও উপস্থিত ছিলেন অভিনব বিন্দ্রা, বিশ্বনাথন আনন্দ, গীত শেঠি সহ আরও অনেকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ইন্ডিয়া
Advertisement