এক্সপ্লোর
Advertisement
বিরাট সর্বকালের সেরা হয়ে উঠতে চলেছেন, বললেন রণবীর সিংহ, ওল্ড ট্রাফোর্ডে ভারতের জয়ের পর মাঠেই জড়িয়ে ধরে অভিনন্দন, ভিডিও ভাইরাল
গত রবিবার ইংল্যান্ডের ওল্ড ট্র্যাফোর্ডে ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ দেখতে এসেছিলেন বলিউড অভিনেতা রণবীর সিংহ। ম্যাচ চলাকালে শুধু কমেন্ট্রি বক্সেই দেখা গেল না তাঁরে, ভারতের জয়ের পর উত্সব পালন করতেও দেখা গেল তাঁকে।
ম্যাঞ্চেস্টার: গত রবিবার ইংল্যান্ডের ওল্ড ট্র্যাফোর্ডে ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ দেখতে এসেছিলেন বলিউড অভিনেতা রণবীর সিংহ। ম্যাচ চলাকালে শুধু কমেন্ট্রি বক্সেই দেখা গেল না , ভারতের জয়ের পর উত্সব পালন করতেও দেখা গেল তাঁকে।
সর্বদাই প্রাণচঞ্চল বলিউডের এই অভিনেতাকে ম্যাচ চলাকালে ব্যাপক মজা করতে দেখা যায়। আর ম্যাচের সময় তাঁর বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
ওই ম্যাচে পাকিস্তানকে ৮৯ রানে হারিয়ে দিয়েছে ভারত। ম্যাচের পর রণবীর ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির কাছে গিয়ে অভিনন্দন জানান ।
কমেন্ট্রি বক্সেও জমিয়ে মজা করলেন তিনি। সেই ভিডিও-ও সামনে এসেছে। ভিডিওতে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা বিশ্বখ্যাত প্রাক্তন ব্যাটসম্যান সুনীল গাওস্করের সঙ্গে 'বদন পর সিতারে লপটে হুয়ে' গানের তালে নাচতেও দেখা যায় তাঁকে।????| Ranveer Singh Met and Hugged @imVkohli After #INDvPAK Match at old Trafford , today ♥️ #CWC2019
_ Awww♥️♥️♥️♥️♥️♥️ pic.twitter.com/BcFqWmve1D — Ranveer Singh TB (@Ranveertbt) June 16, 2019
মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গেও কথা বলতে দেখা যায় বলিউড তারকাকে। আরও একটা ভিডিওতে তাঁকে হার্দিক পান্ড্যকে উত্সাহিত করতে দেখা গিয়েছে তাঁকে। ওই ভিডিওতে হার্দিককে উত্সাহ দিতে দর্শকদের আহ্বান জানাতে দেখা যায় তাঁকে।“There may be clouds on the ground but the blue corner spirits are never dampened! “ - via @83thefilm instaStory
_ ????| Ranveer Singh dancing with Sunil Gavaskar at old Trafford , today ♥️ #INDvPAK #CWC2019 pic.twitter.com/fsZtKvHodM — Ranveer Singh TB (@Ranveertbt) June 16, 2019
ম্যাচের পর রণবীর বলেছেন, ছোটবেলা থেকেই তিনি ভারতীয় ক্রিকেটের একনিষ্ঠ অনুরাগী। ভারতীয় দলের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রচুর আবেগ। আমি চাই, ভারতীয় দল বিশ্বের অবিসংবাদিত সেরা দল হয়ে উঠুক। বিরাট কোহলিরই ভূয়সী প্রশংসা করেছেন রণবীর। তিনি বলেছেন, এক উদীয়মান প্রতিভা থেকে উচ্চমাণের পর্যায়ে তাঁর উত্তরণ প্রত্যক্ষ করেছি। দুর্দমনীয়তা ও আবেগের বহিঃপ্রকাশ ঘটতে দেখেছি তাঁর মধ্যে। ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তি চিরদিনের জন্য বদলে দিয়েছেন তিনি। রণবীর বলেছেন, সর্বকালের সেরা হয়ে উঠতে চললেন কোহলি।????| Ranveer Singh asking the fans to cheer with him for @hardikpandya7 #INDvPAK Match at old Trafford , ♥️ #CWC2019 pic.twitter.com/BGuxNATpFm
— Ranveer Singh TB (@Ranveertbt) June 17, 2019
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement