এক্সপ্লোর
Advertisement
দেখুন ৮৩-র কপিল দেব হিসেবে রণবীর সিংহের ফার্স্ট লুক
আজ রণবীরের ৩৪তম জন্মদিন, এদিনই মুক্তি পেয়েছে ফার্স্ট লুক।
মুম্বই: রণবীর সিংহের আগামী ছবি ৮৩-র ফার্স্ট লুক মুক্তি পেল। ছবিতে রণবীরকে দেখা যাচ্ছে ভারতের প্রথম বিশ্বজয়ের কুশীলব তরুণ কপিল দেব হিসেবে। আজ রণবীরের ৩৪তম জন্মদিন, এদিনই মুক্তি পেয়েছে ফার্স্ট লুক।
রণবীরকে আমরা পেশোয়া বাজিরাও হিসেবে দেখেছি, দেখেছি আলাউদ্দিন খিলজি হিসেবে। বারবার নিজেকে ভেঙে গড়েছেন তিনি। কিন্তু ৮৩-র সেই বিশ্বজয়ী দলের অধিনায়ক হিসেবে রণবীর যেন সত্যি সত্যিই কপিল দেব নিখাঞ্জ, তাঁকে চেনাই যাচ্ছে না।
ছবিটি শেয়ার করে রণবীর লিখেছেন, তাঁর বিশেষ দিনে তিনি সামনে আনলেন হরিয়ানা হারিকেন কপিল দেবকে।
লন্ডনে চলছে ছবিটির শ্যুটিং। তবে শ্যুটিং শুরু আগে দিল্লিতে কপিল দেবের বাড়িতে তাঁর সঙ্গে ১০দিন কাটান রণবীর। খুঁটিয়ে লক্ষ্য করেন তাঁর চলাফেরা, দৃষ্টি, কথা বলার ধরন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।
বিয়ের পর এটাই রণবীরের প্রথম জন্মদিন। আর এই ছবিতে কপিলের স্ত্রীর চরিত্রে রয়েছেন রণবীরের বাস্তব জীবনের স্ত্রী দীপিকা পাড়ুকোন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement