এক্সপ্লোর
Advertisement
সোশ্যাল মিডিয়ায় নয়া লুকে রণবীর সিংহ, খরচ কত জানেন?
স্টাইল স্টেটমেন্টের জন্য প্রায়শই টিনসেল টাউনে আলোচনার কেন্দ্রে থাকেন অভিনেতা রণবীর সিংহ। একেবারে নিজস্ব সাজসজ্জায় অনুরাগীদের নজর কাড়তে দেখা যায় তাঁকে। নতুন নতুন লুকে তাঁকে দেখার জন্য সাগ্রহে অপেক্ষায় থাকেন তাঁর অনুরাগীরা।
নয়াদিল্লি: স্টাইল স্টেটমেন্টের জন্য প্রায়শই টিনসেল টাউনে আলোচনার কেন্দ্রে থাকেন অভিনেতা রণবীর সিংহ। একেবারে নিজস্ব সাজসজ্জায় অনুরাগীদের নজর কাড়তে দেখা যায় তাঁকে। নতুন নতুন লুকে তাঁকে দেখার জন্য সাগ্রহে অপেক্ষায় থাকেন তাঁর অনুরাগীরা। কারণ, নিজের লুক নিয়ে রণবীর যত পরীক্ষানিরীক্ষা করেন, তা করতে বি-টাউনের খুব বেশি অভিনেতাকে দেখা যায় না।
হালে রণবীরকে নয়া লুকে দেখা গিয়েছে। পা থেকে মাথা পর্যন্ত বারবেরি লুকে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছিলেন রণবীর। তাঁর এই লুকের জন্য খরচ প্রায় ২ লক্ষ টাকা। সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রণবীরের ওই ছবি পোস্ট করা হয়েছিল। ছবিতে তাঁকে বারবেরি টি শার্ট, এর ওপর বম্বার জ্যাকেট, ট্র্যাক প্যান্টস ও স্নিকার্স পরে থাকতে দেখা গিয়েছে।
বলিউড লাইফ ডট কম জানিয়েছে, রণবীরের মোনোগ্রাম স্ট্রিপ টি-শার্টের দাম ৩৩,১৭৭ টাকা, মনোগ্রাম বোম্বার জ্যাকেটের দাম ৯৩,৩১২ টাকা, মনোগ্রাম ট্র্যাক প্যান্টসের দাম ৫১,৪৮০ টাকা এবং মনোগ্রাম স্নিকার্সের দাম ৩৩,১৭৭ টাকা। সব মিলিয়ে পদ্মাবত সিনেমার অভিনেতার মোট ২,১১,১৪৬ লক্ষ টাকার পোশাক পরেছিলেন। এটাই প্রথম নয়, এর আগেও রণবীর তাঁর পোশাকের স্টাইলের জন্য নজর কেড়েছেন। এক সাক্ষাত্কারে তিনি বলেছিলেন, ফ্যাশন জাজ হওয়ার ভয় তিনি ছেড়ে দিয়েছেন। যেমন ভালো লাগে, তিনি তেমনই পরেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement