এক্সপ্লোর
Advertisement
রামদেবের ভজন রিয়েলিটি শোয়ের প্রথম পর্বের হোস্ট বণবীর সিংহ, দেখা যেতে পারে নাচ-কুস্তির সেই যুগলবন্দী
মুম্বই: কিছুদিন আগের সেই ভিডিওটা এখনও সবারই মনে রয়েছে। একটি টেলিভিশন অনুষ্ঠানে ‘মালহারি’ গানের তালে যোগগুরু রামদেবের সঙ্গে নেচেছিলেন, কুস্তি লড়েছিলেন বলিউড তারকা রণবীর সিংহ। সেই দৃশ্য আরও একবার দেখতে পেয়ে যেতে পারেন দর্শকরা। কারণ, রামদেবের ভজন রিয়েলিটি শো ওম শান্তি ওম-এর প্রথম পর্বের হোস্ট হচ্ছেন রণবীর। অনুষ্ঠানে জাজ হবেন ‘লুটেরা’-য় রণবীরের সহ অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এছাড়াও জাজ হিসেবে থাকছেন গায়িকা কণিকা কপূর এবং সংগীত পরিচালক তথা গায়ক শেখর রবজিয়ানি। অনুষ্ঠানে মহাজজ রামদেব।
জানা গেছে ওই টিভি অনুষ্ঠানের প্রথম পর্বের নামকরণ করা হয়েছে ‘শুভারম্ভ’। এই পর্বে বাজীরাও মস্তানি সিনেমার গজানন গানের তালে নাচবেন রণবীর। মঞ্চে রণবীর, সেই সঙ্গে গানের তালে নাচ। রামদেবও থাকছেন। কাজেই আরও একবার দেখা যেতেই পারে রণবীর-রামদেব যুগলবন্দী।
দেখুন সেই ভিডিও
রিয়েলিটি শো-য়ের প্রথম পর্বেই শুধু থাকবেন রণবীর। পরবর্তী পর্বগুলির হোস্ট হবেন অভিনেত্রী অপরাশক্তি খুরানা।
রণবীর কপূরের পর রণবীর সিংহকে এবার রিয়েলিটি শোয়ের হোস্টের ভূমিকায় দেখা যাবে। এর আগে রণবীর কপূরও ‘নাচ বালিয়ে’-র প্রথম পর্বটি হোস্ট করেছিলেন। ওই শো-তেও জাজের আসনে ছিলেন সোনাক্ষী। একটি পর্বে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন রামদেবও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement