(Source: ECI/ABP News/ABP Majha)
Rashid Khan: সঙ্কটজনক সঙ্গীতশিল্পী রাশিদ খান, হাসপাতালে দেখতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী
Rashid Khan Health Update: মঙ্গলবার সকাল থেকে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয় সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খানের। সমস্তরকমের চেষ্টা সত্ত্বেও অবস্থার উন্নতি না হওয়ায় ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।
ঝিলম করঞ্জাই, কলকাতা: অতি সঙ্কটজনক অবস্থায় রয়েছেন সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খান (Rashid Khan Health Update)। পিয়ারলেস হাসপাতালে ভর্তি তিনি। জয়নগরের সভা থেকে সরাসরি হাসপাতালে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
অতি সঙ্কটজনক অবস্থায় রাশিদ খান
মঙ্গলবার সকাল থেকে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয় সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খানের। সমস্তরকমের চেষ্টা সত্ত্বেও অবস্থার উন্নতি না হওয়ায় ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। দ্রুত অবস্থা সামাল দেওয়ার চেষ্টা চললেও এখনও সফল হতে পারেননি চিকিৎসকেরা। সঙ্কটজনক অবস্থায় তিনি পিয়ারলেস হাসপাতালে ভর্তি।
গত কয়েক বছর ধরেই প্রস্টেট ক্যানসারে ভুগছেন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। গত ২১ নভেম্বর, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন উস্তাদ রাশিদ খান। জয়নগরের সভা থেকে সরাসরি হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে হাসপাতালে এসেছেন মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। পরিবারের সঙ্গে তাঁরা কথা বলছেন। জানা গিয়েছে মুখ্যমন্ত্রী কথা বলছেন চিকিৎসকদের সঙ্গেও।
হাসপাতাল সূত্রে খবর, সঙ্গীতশিল্পীর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। গত নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই হাসপাতালে স্নায়ুরোগের চিকিৎসা বিভাগে ভর্তি শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। ব্রেনস্ট্রোকের সঙ্গেও তাঁর শরীরে একাধিক সমস্যার কারণে অবস্থার অবনতি হতে থাকে। যদিও হাসপাতালে ভর্তি করার পর ধীরে ধীরে শারীরিক অবস্থা স্থিতিশীল হয় তাঁর। প্রথমে তাঁকে ভেন্টিলেশনে রাখা হলেও পরে তাঁকে আইটিইউতেই রাখা হয় কেবল। এরপরও ধীরে ধীরে সেরে উঠছিলেন তিনি। কিন্তু আজ সকালে ফের তাঁর অবস্থার অবনতি হতে থাকে। জানা গিয়েছে সকালে একদফা কার্ডিয়াক অ্যারেস্টও হয়েছে। চিকিৎসকেরা চেষ্টা করে চলেছেন তাঁর অবস্থা নিয়ন্ত্রণ করার কিন্তু লাভ না হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এরপর থেকে তাঁর অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে।
আরও পড়ুন: Bhool Bhulaiyaa 3: 'ভুল ভুলাইয়া-৩'-এ বাংলায় কথা বলবেন বিদ্যা, শ্যুটিংয়ের অনেকটাই কলকাতায় ?
সঙ্গীতশিল্পীর শারীরিক অবস্থার অবনতির কথা জানতে পেরে হাসপাতালে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে এসেছেন ফিরহাদ হাকিম ও পুলিশ কমিশনার। চিকিৎসকেদের সঙ্গে কথা বলে কী জানান মুখ্যমন্ত্রী সেই অপেক্ষায় সকলে।
১৯৬৮ সালের ১ জুলাই, উত্তরপ্রদেশের বদায়ুঁতে জন্ম রাশিদ খানের। রাশিদ খানের বাবাও ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতে পারদর্শী। চার বছরের রাশিদকে বাবাই নিয়ে গিয়েছিলেন উস্তাদ নিসার হুসেন খানের কাছে। তাঁর কাছেই শাস্ত্রীয় সঙ্গীতে প্রথম নাড়া বাঁধা। অল্প সময়েই সঙ্গীতকে নিজের করে নিয়েছিলেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।