(Source: Poll of Polls)
Bhool Bhulaiyaa 3: 'ভুল ভুলাইয়া-৩'-এ বাংলায় কথা বলবেন বিদ্যা, শ্যুটিংয়ের অনেকটাই কলকাতায় ?
Vidya On Bhool Bhulaiyaa 3 : ১৭ বছর পর, আনিস বাজমি পরিচালিত 'ভুল ভুলাইয়া-৩'- তে ফিরতে চলেছেন বিদ্যা বিলান।
কলকাতা: 'ভুল ভুলাইয়া' মুক্তির পর বক্সঅফিসে ঝড় তুলেছিলেন বিদ্যা বিলান। আর এবার ফের ১৭ বছর পর, আনিস বাজমি পরিচালিত 'ভুল ভুলাইয়া-৩'- তে ফিরতে চলেছেন বিদ্যা বিলান।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল 'ভুল ভুলাইয়া।' এরপর ২০২২ সালে কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণী হাত ধরে 'ভুল ভুলাইয়া ২' বিপুল সাফল্য লাভ করে। আর এবার শ্যুটিংয়ের অপেক্ষায় 'ভুল ভুলাইয়া-৩'। এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি। তবে এখনও পর্যন্ত যা খবর, চলতি বছরের মার্চ মাস থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে। আর আগের মতোই বিদ্যা বালানকে এই ছবিতে বাংলায় কথা বলতে শোনা যাবে। এখানেই শেষ নয়, এই ছবির অনেকাংশই কলকাতায় শ্যুট করা হবে। আশা করা হচ্ছে চলতি বছরের দীপাবলিতেই এই ছবি মুক্তি পাবে।
বিদ্যা বালান জন্মগ্রহণ করেন মুম্বইয়ের এক তামিল ব্রাহ্মণ পরিবারে। কেরলের পালাক্কড়ে তাঁদের আদি বাড়ি। পি.আর. বালান ও সরস্বতীর দ্বিতীয় ও ছোট মেয়ে। বাড়িতে তিনি তামিল ও মালয়লম মিশ্রিত ভাষা বলে বড় হয়েছেন। ছোট থেকেই মনে মনে অভিনেত্রী হওয়ার বাসনা ছিল বিদ্যার। শাবানা আজমি, শ্রীদেবী, মাধুরী দীক্ষিতের মতো অভিনেত্রীদের কাজ দেখে তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন।জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী তাঁর অভিনয়ের পথচলা শুরু করেছিলেন ছোটপর্দা থেকে।
একতা কপূরের ধারাবাহিক 'হাম পাঁচ'-এ অভিনয় শুরু করেন মাত্র ১৬ বছর বয়সে। চরিত্রের নাম ছিল রাধিকা। তবে বড়পর্দায় অভিনয়ের জন্য ধারাবাহিকের কাজ ছাড়েন। মুম্বই বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্বে স্নাতকোত্তর পড়ার সময় বিদ্যা বালানের কাছে মালয়লম তারকা মোহনলালের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয়ের অফার আসে। প্রজেক্টের নাম 'চক্রম'। ছবির প্রথম দফার কাজ শেষ করেন অভিনেত্রী।
আরও পড়ুন, গোল্ডেন গ্লোবের মঞ্চে ঝড় তুলল 'ওপেনহাইমার', কারা পেলেন পুরস্কার ?
একইসঙ্গে প্রায় এক ডজন ছবিতে সই করেন তিনি। কিন্তু তারপর প্রযোজনার কোনও সমস্যার কারণে 'চক্রম'-এর কাজ বন্ধ হয়ে যায়, ও বিদ্যার গায়ে 'অশুভ' তকমা সেঁটে দেওয়া হয়। তাঁর একমাত্র সম্পূর্ণ শেষ করা মালয়লম ছবি 'কলরি বিক্রমণ' কিন্তু সেই ছবিও মুক্তি পায়নি।শুধু মালয়লম ছবিই নয়, তামিল সিনে দুনিয়াতেও বিশেষ লাভ করতে পারেননি তিনি। একাধিক সম্মানীয় কাজ তাঁর হাতে আসে, যার মধ্যে মাধবনের 'রান' অন্যতম। এই ছবি ব্লকবাস্টার হিট হয়। কিন্তু ছবি থেকে বিদ্যাকে সরিয়ে দেওয়া হয়, এবং তাঁর বদলে মীরা জ্যাসমিনকে সুযোগ দেওয়া হয়।