Rashmika Mandhana: জিম করতে গিয়ে গুরুতর চোট, শ্যুটিং বন্ধ করে বাড়িতে বসে অপেক্ষায় রশ্মিকা
Rashmika Mandhana Injury: সোশ্যাল মিডিয়ায় রশ্মিকা লিখেছেন, 'হ্যাঁ.. আমার জন্য মনে হচ্ছে এটাই হ্যাপি নিউ ইয়ার! জিম করতে গিয়ে নিজেকে নিজে আহত করে ফেলেছি'

কলকাতা: শরীরচর্চা করতে গিয়ে চোট পেয়েছেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana)। আর সেই জেরেই বন্ধ রয়েছে তাঁর নতুন ছবি সিকন্দর (Sikandar)-এর শ্যুটিং। আর এবার সোশ্যাল মিডিয়ায় পায়ে চোট পাওয়ার ছবি দিলেন রশ্মিকা। পায়ে গুরুতর চোট পেয়েছেন তিনি। প্লাস্টার করতে হয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় রশ্মিকা নিজের আহত পায়ের ছবি শেয়ার করে একটি লম্বা নোট লিখেছেন। নতুন বছরের শুরুটাই তাঁর জন্য হল খারাপভাবে।
সোশ্যাল মিডিয়ায় রশ্মিকা লিখেছেন, 'হ্যাঁ.. আমার জন্য মনে হচ্ছে এটাই হ্যাপি নিউ ইয়ার! জিম করতে গিয়ে নিজেকে নিজে আহত করে ফেলেছি। এবার আমি খালি সুস্থ হওয়ার আশা করছি। জানি না কয়েকটা সপ্তাহ লাগবে নাকি কয়েকটা মাস লাগবে। জানি না কবে আমার 'থামা', 'সিকন্দর' আর 'কুবেরা'-র শ্যুটিং ফ্লোরে ফিরতে পারব। আমার সমস্ত পরিচালকদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই অনর্থক দেরিটা হওয়ার জন্য। আমার পা-টা একটু ঠিক হয়ে গেলেই, অন্তত একটু চলার মতো হলেই আমি আবার শ্যুটিং ফ্লোরে ফিরব কথা দিচ্ছি। আর এর মধ্যে যদি আপনাদের আমায় দরকার হয়, তাহলে আমায় দেখতে পাবেন, এক কোণে আমি খরগোশের মতো লাফাচ্ছি। কারণ আমি এখন সেই ওয়ার্কআউটটাই করছি।'
গত বছর জুন মাসে শুরু হয়েছিল সিকন্দর-এর শ্যুটিং। ইতিমধ্যেই হায়দরাবাদে শ্যুটিংয়ের বেশ কিছু অংশ সেরেছেন রশ্মিকা ও সলমন দুজনেই। কিন্তু জানা যায়, শ্যুটিং শুরু করার প্রথম দিন থেকেই সুস্থ হয়ে পড়েন রশ্মিকা। জ্বরে কাবু হয়ে পড়েছিলেন তিনি। রশ্মিকা অবশ্য পরবর্তীতে জানিয়েছেন, সেই সময়ে সলমন খান তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। ভীষণ যত্ন করেছেন তিনি রশ্মিকাকে। সবসময় খেয়াল রাখলেন নায়িকার কী কী দরকার সেই বিষয়ে। কিন্তু রশ্মিকা সেরে ওঠার পরে, নিজেই পাঁজরে চোট পান সলমন। সেই সময়ে কার্যত বাধ্য হয়েই চোট নিয়েই শ্যুটিং করে যান সলমন।
তবে সলমনের হুমকি পাওয়ার পর থেকেই ফের বন্ধ হয়ে গিয়েছিল ছবির শ্যুটিং। বেশ কিছুদিন বন্ধও ছিল। তবে এরপরে, কড়া নিরাপত্তা নিয়ে শ্যুটিং শুরু করেন সলমন। সেটে চারস্তরীয় নিরাপত্তা নিয়ে শ্যুটিং শুরু করেন সলমন। সেই সময়ে সলমনের সেটে পরিচয় পত্র দেখিয়ে তবে ঢুকতে হচ্ছিল। বাইরের কোনও লোককে সেটে ঢুকতে দেওয়া হচ্ছিল না। কড়া নিরাপত্তায় চলছিল শ্যুটিং। সলমন যেহেতু কাজ বন্ধ করতে চাইছিলেন না, সেই কারণেই বিশেষ নিরাপত্তা নিয়েই শুরু হয় শ্যুটিং। তবে ফের বাধার মুখে এই ছবির শ্যুটিং। শোনা যাচ্ছে, জিম করতে গিয়ে চোট পেয়ছে রশ্মিকা। জিম করার সময়ে পড়ে গিয়েছিলেন তিনি। আর সেই কারণেই এই চোট।
View this post on Instagram
আরও পড়ুন: Dev on Trolling: প্রথম ৫-৬ বছর আমায় কেউ পাত্তাই দেয়নি, বলেছে তোতলা, অভিনয় পারে না: দেব























