এক্সপ্লোর
Dev on Trolling: প্রথম ৫-৬ বছর আমায় কেউ পাত্তাই দেয়নি, বলেছে তোতলা, অভিনয় পারে না: দেব
Dev: সবচেয়ে বেশি ট্রোলড হয়েছি, আমি তো কাউকে জবাব দিতে যাইনি: দেব
সবচেয়ে বেশি ট্রোলড হয়েছি, আমি তো কাউকে জবাব দিতে যাইনি: দেব
1/10

আজ মুক্তি পেল 'বিনোদিনী' সিনেমার ট্রেলার। আর সেই ট্রেলার মুক্তির অনুষ্ঠানে রামকমল মুখোপাধ্যায় ও রুক্মিণী মৈত্রের সঙ্গে উপস্থিত ছিলেন দেব। এদিন রুক্মিণীকে নিয়ে, ট্রোলিং নিয়ে অকপটে কথা বলেন দেব।
2/10

'বিনোদিনী'-র কাস্টিং ঘোষণা হওয়ার সময় ট্রোলিংয়ের শিকার হতে হয়েছিল রুক্মিণীকে। অভিযোগ উঠেছিল, দেবের কাছের মানুষ বলেই কি রুক্মিণী 'বিনোদিনী' হিসেবে নির্বাচিত হলেন?
3/10

এই নিয়ে দেব বলেন, 'আজকের দিনে সোশ্যাল মিডিয়া বা কৃত্রিম মেধার দুনিয়ায় মানুষ যত বেশি পরিচিত হবে, তত বেশি তাকে নিয়ে ট্রোলিং হবেই। মানুষ কাজ করবে না সেটা নিয়ে উত্তর দেবে?'
4/10

দেব বলছেন, 'আমার কাজের ১৯ বছর হল। আমার চেয়ে বেশি ট্রোল তো কেউ হয়নি। আমি তো কাউকে জবাব দিতে যাইনি। আমার মনে হয়, আমার কাজই তার জবাব দিয়েছে। রুক্মিণীও জবাব দেবে। '
5/10

দেব বলছেন, 'কথাবার্তার মাধ্য়মে নয়, সিনেমার মাধ্যমে। একটা মেয়ের একটা চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য যা যা করা দরকার, রুক্মিণী সব করেছে। তার পরিশ্রমটা দেখা যাচ্ছে।'
6/10

দেব বলছেন, 'আমার যাঁরা ট্রোলার রয়েছেন, তাঁরা আমার ছবি দেখেন। তাঁরা অনেকেই আমার ফ্যান। ট্রোলারদের সহ্য করতে হবে। আজকের দিনে কাজটাই হয়েছে জবাব।'
7/10

দেব বলছেন, 'দেব আরও বলেন, 'আমি ১৮ বছরে একটা 'খাদান' করেছি। একটা 'টেক্কা' করেছি। একটা 'বুনো হাঁস' করেছি।'
8/10

দেব বলছেন, ' কিন্তু রুক্মিণী যেভাবে কাজ করে যাচ্ছে.. যদি বলা হয়, আজকের দিনে আমার প্রতিযোগী কে, আমি তাহলে বলব আমার প্রতিযোগী রুক্মিণী। '
9/10

দেব বলেন, 'আমায় তো প্রথম ৫-৬ বছর কেউ পাত্তাই দেয়নি। ভাবেইনি আমার কথা। তোতলা, অভিনয় পারে বলেই কাটিয়ে দিয়েছে। রুক্মিণীকে নিয়ে আমি গর্বিত।'
10/10

এদিন দেব বিনোদিনী নিয়ে বলেন, 'আমার মনে হয়েছিল এই গল্পটা সবার কাছে পৌঁছনো উচিত, তাই এই ছবিটি প্রযোজনা করেছি। ছবিটা যে স্কেলে হওয়ার কথা ছিল, সেই স্কেলেই তৈরি হয়েছে। আশা করি দর্শকদের ছবিটা ভাল লাগবে।'
Published at : 11 Jan 2025 09:55 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















