Raunak Dey Bhowmick: 'প্রত্যেকটা শট, সহ-অভিনেতাকে 'কিউ'ও সমান দায়িত্বের সঙ্গে দেন', স্বস্তিকার সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে রৌনক
Raunak on Swastika Mukherjee: মাত্র ৮ বছর বয়স থেকে একাধিক ধারাবাহিকে অভিনয়। তবে এই প্রথম ছোটপর্দার আঙিনা পেরিয়ে ওটিটি মাধ্যমে পা রাখছেন তিনি, যেখানে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো দক্ষ অভিনেত্রী।
কলকাতা: আগামীকাল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'য়ে (Hoichoi) মুক্তি পাচ্ছে 'বিজয়া' (Bijoya)। এই সিরিজের হাত ধরে ওটিটি সফর শুরু করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রৌনক দে ভৌমিক (Raunak Dey Bhowmick)। মাত্র ৮ বছর বয়স থেকে একের পর এক ধারাবাহিকে কাজ করেছেন। তবে এই প্রথম ছোটপর্দার আঙিনা পেরিয়ে ওটিটি মাধ্যমে পা রাখছেন তিনি, যেখানে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) মতো দক্ষ ও তারকা অভিনেত্রী। কাজের কেমন অভিজ্ঞতা? ভাগ করে নিলেন এবিপি লাইভের (ABP Live) সঙ্গে।
'বিজয়া' সিরিজে কী ধরনের চরিত্রে দেখা যাবে রৌনককে?
'বিজয়া' সিরিজে নিজের চরিত্র প্রসঙ্গে রৌনক বলেন, 'সাম্প্রতিক সময়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া নানা ব়্যাগিংয়ের ঘটনা এবং তার মর্মান্তিক পরিণতির দৃষ্টান্ত থেকে অনুপ্রাণিত এই সিরিজের গল্প। আমার চরিত্রটি সমাজের তথাকথিত সেই উচ্চস্তরের একজন ছেলের যে নিজের ক্ষমতার দম্ভে, নিছক মজার জন্য তার জুনিয়রদের ব়্যাগিং করে। একটা হিংস্র দিক আছে চরিত্রটার, যেটা ট্রেলার দেখেই বুঝতে পারবেন দর্শক। এবার তার এই 'আনন্দ'র জন্য কীভাবে বিজয়া এবং তার ছেলের জীবন ওলটপালট হয়ে যায় এবং আসল ঘটনাটা বিস্তারিত রূপে কী, কার কার এই ঘটনায় ইন্ধন বা হাত রয়েছে, সেটা নিয়েই গল্প। অবশ্যই সেটা জানতে দর্শককে সিরিজটি দেখতে হবে।'
রৌনক আরও বলেন, 'আমি আমার টেলিভিশনের অভিনয় যাত্রায় এত বছর মূলত ইতিবাচক ও আদর্শগত চরিত্রে কাজ করেছি। এই চরিত্রটা ঠিক একেবারে উল্টো। একটা ধূসর, জটিল চরিত্রে 'বিজয়া'-এ আমাকে দেখা যাবে। আমার আসল রূপটা জানতে দেখতে হবে 'বিজয়া'।'
আর স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা? একবাক্যে রৌনকের উত্তর, 'অসম্ভব ভাল'। অভিনেতা বলে চলেন, 'আমার বন্ধু ও 'আলতা ফড়িং' ধারাবাহিকের প্রাক্তন সহ-অভিনেত্রী শাঁওলি চট্টোপাধ্যায় গত বছর 'নিখোঁজ'-এ স্বস্তিকাদির (অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়) সঙ্গে অভিনয় করেছেন। যখন আমি প্রথম জানতে পারি আমার কাজটাও স্বস্তিকাদির সঙ্গে, আমি শাঁওলিদিকেই প্রথম ফোন করি। আমার অভিজ্ঞতা খুব ভাল। স্বস্তিকাদি প্রত্যেকটা শট চূড়ান্ত নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে পারফর্ম করেন। যখন সহ অভিনেতাকে 'কিউ' দিচ্ছেন, বা 'ব্যাক টু ক্যামেরা' কোনও শট দিচ্ছেন তখনও একই পরিমাণ দায়িত্বের সঙ্গে কাজ করেন। নিজের চরিত্রায়ণ নিয়ে ভাবেন। অভিনেতা হিসেবে এবং অবশ্যই ওঁর কাজের একজন অনুরাগী হিসেবে এই অভিজ্ঞতাটা একইসঙ্গে শিক্ষার ও অনুপ্রেরণার। অফস্ক্রিন যতটুকু সময় আমি ওঁর সঙ্গে কাটিয়েছি, আমার মনে হয়েছে উনি ভীষণ মিষ্টি এবং সহানুভূতিশীল। আবারও ওঁর সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে অবশ্যই।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।