Bollywood News: রুপোলি পর্দার নায়িকার সঙ্গে ২২ গজের কিংবদন্তির প্রেম, বিয়ের ঠিক হয়েও ভেঙে গিয়েছিল সম্পর্ক!
Bollywood Update: একটা সময়ে শোনা যেত, ২২ গজের সঙ্গে নাকি রুপোলি পর্দার বেশ মাখামাখি প্রেম ছিল

কলকাতা: বলিউডের এই অভিনেত্রী যেন এখনও ষোড়শী। বয়স যেন তাঁর ওপর প্রভাবই ফেলতে পারে না। তিনি রেখা (Rekha)। একদিকে যেমন তাঁর অভিনয় নিয়ে, সৌন্দর্য্য নিয়ে চর্চা হয়েছে, তেমনই বারে বারেই উঠে এসেছে তাঁর সম্পর্কের কথা! একটা সময়ে, অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)-এর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। একটা সময়ে শোনা গিয়েছিল, জয়া বচ্চনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে নাকি রেখাকেই বিয়ে করতে চেয়েছিলেন অমিতাভ। কিন্তু বিচ্ছেদে রাজি হননি জয়া। তবে শুধু অমিতাভ বচ্চন নন, আরও একজনের সঙ্গে সম্পর্কের জল্পনা রটেছিল রেখার। তিনি অবশ্য রুপোলি পর্দার মানুষ নন। তিনি ২২ গজের কিংবদন্তি। ইমরান খান (Imran Khan)।
একটা সময়ে শোনা যেত, ইমরান খানের সঙ্গে নাকি রেখার বেশ নিবিড় প্রেম ছিল। হামেশাই একসঙ্গে দেখা যেত তাঁদের। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার এবং রাজনীতিবিদ ইমরান আর রেখার প্রেম ছিল ক্রিকেটমহল আর বিনোদন দুনিয়ারও বেশ চর্চিত বিষয়। শোনা যেত, তাঁরা নাকি বিয়ে করবেন। তবে ভেঙে যায় রেখা আর ইমরানের সেই প্রেম। আলাদা হয়ে যান ২ জনে। নিজের নিজের মতো করে জীবন গুছিয়ে নেন তাঁরা। ১৯৮০-এর দশকে রেখা এবং ইমরান খানের সম্পর্কের গুজব ছড়িয়ে পড়েছিল। তাঁদের একসঙ্গে দেখা হওয়া সংবাদমাধ্যমে খুব আলোড়নের সৃষ্টি করেছিল। তবে শেষমেষ ভেঙে যায় ২ জনের প্রেম।
একটি খবর অনুযায়ী, ইমরান আর রেখা ২জন ২ জনকে বিয়ে করতে চেয়েছিলেন। এই গুঞ্জন আরও জোরাল হয় যখন রেখার মা পুষ্পাভালি ইমরান খানের প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর মেয়ে রেখা আর ইমরান খুব ভাল একটা জুটি হবেন। তিনি নাকি জ্যোতিষীর সঙ্গেও পরামর্শ করেছিলেন তাঁদের বিয়ের। জ্যোতিষী জানিয়েছিলেন, ইমরান আর রেখা খুব ভাল জুটি হবেন। রেখার মা জানিয়েছিলেন, ইমরানকে তিনি তাঁর পরিবারে স্বাগত জানাতে চান। একাধিক প্রতিবেদনে লেখা হয়েছিল, সমুদ্র সৈকতে একসঙ্গে ছুটি কাটাতেন রেখা আর ইমরান। তাঁরা একে অপরকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু শেষমেষ, কোনও অজ্ঞাত কারণে তাঁদের বিয়ে হয়নি আর।
View this post on Instagram






















