এক্সপ্লোর
পরিবারের প্রার্থনাসভায় সাদা ফুলে সাজানো সুশান্তর হাসি মুখের ছবি, আবেগবিহ্বল অনুরাগীরা
কোনও অজানা কারণে আচমকাই জীবন ইতি টেনেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক সুশান্ত সিংহ রাজপুত। রেখে গিয়েছেন অসংখ্য স্মৃতি, অগনিত অনুরাগী। ‘কাই পো চে’-র নায়ক আর নেই। অনুরাগীদের মনে এখনও উজ্জ্বল পর্দার নায়কের মিষ্টি হাসি।

পটনা: কোনও অজানা কারণে আচমকাই জীবন ইতি টেনেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক সুশান্ত সিংহ রাজপুত। রেখে গিয়েছেন অসংখ্য স্মৃতি, অগনিত অনুরাগী। ‘কাই পো চে’-র নায়ক আর নেই। অনুরাগীদের মনে এখনও উজ্জ্বল পর্দার নায়কের মিষ্টি হাসি। আর সেই হাসিমাখা ছবি সামনে রেখেই প্রয়াত অভিনেতাকে স্মরণ করলেন পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা। সুশান্তের মৃত্যুর এক সপ্তাহ পর তাঁর পরিবার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের জন্য এক প্রার্থনা সভার আয়োজন করে।
ছবি: সৌজন্যে ইনস্টাগ্রাম সেই প্রার্থনা সভার ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। তা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনুরাগীরা। একটি টেবিলের ওপর সাদা ফুলে সাজানো সুশান্তের ফ্রেমবন্দি হাসি মাখা মুখের একমাত্রিক ছবি। আর তা দেখেই আবেগবিহ্বল হয়ে পড়েছেন অনুরাগীদের একাংশ। পটনায় আয়োজিত এই প্রার্থনা সভায় বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি সহ স্থানীয় নেতৃবৃন্দ সহ খেসারি লাল যাদব, অক্ষরা সিংহ সহ ভোজপুরী সিনেমার শিল্পীরা উপস্থিত ছিলেন। দেখুন-প্রার্থনা সভার কিছু ছবি...
প্রার্থনা সভায় সুশীল কুমার মোদি
সুশান্তের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলছেন সুশীল কুমার মোদি।
সুশান্তের পরিবারের লোকজনকে স্বান্তনা জানাচ্ছেন খেসারি লাল যাদব। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদও পটনায় সুশান্তর বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে সমবেদনা জানিয়েছিলেন।
রবি শঙ্কর প্রসাদ গত ১৪ জুন মু্ম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে আত্মহত্যা করেন সুশান্ত সিংহ রাজপুত। তাঁর মৃত্যুর ঘটনায় তদন্ত চালাচ্ছে পুলিশ। এরমধ্যে সুশান্তের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী সহ ১৫ জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র নায়কের মৃত্যু বলিউডে বহিরাগতদের লড়াই ও ইন্ডাস্ট্রিতে তাঁদের টিকে থাকা সংক্রান্ত বিতর্ক উস্কে দিয়েছে।
ছবি: সৌজন্যে ইনস্টাগ্রাম সেই প্রার্থনা সভার ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। তা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনুরাগীরা। একটি টেবিলের ওপর সাদা ফুলে সাজানো সুশান্তের ফ্রেমবন্দি হাসি মাখা মুখের একমাত্রিক ছবি। আর তা দেখেই আবেগবিহ্বল হয়ে পড়েছেন অনুরাগীদের একাংশ। পটনায় আয়োজিত এই প্রার্থনা সভায় বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি সহ স্থানীয় নেতৃবৃন্দ সহ খেসারি লাল যাদব, অক্ষরা সিংহ সহ ভোজপুরী সিনেমার শিল্পীরা উপস্থিত ছিলেন। দেখুন-প্রার্থনা সভার কিছু ছবি...
প্রার্থনা সভায় সুশীল কুমার মোদি
সুশান্তের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলছেন সুশীল কুমার মোদি।
সুশান্তের পরিবারের লোকজনকে স্বান্তনা জানাচ্ছেন খেসারি লাল যাদব। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদও পটনায় সুশান্তর বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে সমবেদনা জানিয়েছিলেন।
রবি শঙ্কর প্রসাদ গত ১৪ জুন মু্ম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে আত্মহত্যা করেন সুশান্ত সিংহ রাজপুত। তাঁর মৃত্যুর ঘটনায় তদন্ত চালাচ্ছে পুলিশ। এরমধ্যে সুশান্তের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী সহ ১৫ জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র নায়কের মৃত্যু বলিউডে বহিরাগতদের লড়াই ও ইন্ডাস্ট্রিতে তাঁদের টিকে থাকা সংক্রান্ত বিতর্ক উস্কে দিয়েছে। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















