ভাই শৌভিককে কেন 'যোদ্ধা' বললেন রিয়া চক্রবর্তী?
গত বছর অক্টোবরে জামিন পান রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই জেল থেকে ছাড়া পান আজ থেকে ঠিক এক বছর আগে ২ ডিসেম্বর ২০২০-তে। সুশান্ত সিংহের মৃত্যুর পর দুই ভাইবোনকে নিয়ে কম টানাপোড়েন চলেনি।
মুম্বই : প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর কম জলঘোলা হয়নি। অভিনেতার মৃত্যুর পর বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই শৌভিক গ্রেফতারও হন। 'কাই পো চে' অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতকে মাদক সরবরাহ করার অপরাধে গ্রেফতার করা হয়েছিল বলিউড অভিনেত্রী এবং তাঁর ভাইকে। যদিও এখন তাঁরা দুজনেই জামিনে মুক্ত। গত বছর অক্টোবরে জামিন পান রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই জেল থেকে ছাড়া পান আজ থেকে ঠিক এক বছর আগে ২ ডিসেম্বর ২০২০-তে। সুশান্ত সিংহের মৃত্যুর পর দুই ভাইবোনকে নিয়ে কম টানাপোড়েন চলেনি। সম্প্রতি জেল থেকে মুক্তির এক বছর উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক। আর ভাইয়ের আবেগঘন সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে তাঁকে 'যোদ্ধা' বললেন অভিনেত্রী।
এদিন অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক পরিবারের সদস্যদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখেন, 'এক বছর পর। অনেক ওঠা-পডার পর। এই একটা বছর আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। যা আমি আমার ২৪ বছরের জীবনে শিখে উঠতে পারিনি, তা এই একটা বছরেই শিখিয়ে দিয়েছে জীবন। ভালোবাসার সঠিক অভিব্যক্তি কী হয়, তা বুঝেছি। আমি এখন যেমন, এই একটা বছর তেমন তৈরি করেছে। আমার কাছে আর কিছুই নেই কৃতজ্ঞতা ছাড়া। বাড়ি। সঙ্গে আমার পরিবার আর বন্ধু'।
তিনি আরও লেখেন, 'আমি তাঁদেরকেও ধন্যবাদ জানাতে চাই, যাঁরা এই দুঃসময়ে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। আপনারাই আমাদের জীবনের বেঁচে থাকার রসদ।'
বলিউডের অনেক তারকাই রিয়া চক্রবর্তীর ভাইয়ের এই পোস্টে ভালোবাসা জানিয়ে কমেন্ট করেছেন। রিয়া চক্রবর্তী লেখেন, 'ঈশ্বর তোমায় আশির্বাদ করুন আমার যোদ্ধা। তুমি আমায় প্রেরণা দাও প্রতিদিন।'