এক্সপ্লোর
Advertisement
রিয়া মর্গে কী করে ঢোকেন, জানতে চাইল মহারাষ্ট্র মানবাধিকার কমিশন, অনুমতি ছিল না, বলল বৃহন্মুম্বই পুরনিগম
এই বিষয়ে সংক্ষিপ্ত চিঠি কমিশনকে দিয়েছেন আরএন কুপার হাসপাতালের ডিন পিনাকিন গুজ্জর। জানিয়েছেন রিয়াকে তাঁরা প্রবেশের অনুমতি দেননি মর্গে।
মুম্বই: কেন রিয়া চক্রবর্তীকে সুশান্ত সিং রাজপুতের মরদেহ দেখতে লাশকাটা ঘরে ঢুকতে দেওয়া হয়েছিল, সে সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার জন্য বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে (বিএমসি) নোটিস পাঠিয়েছিলেন মহারাষ্ট্র মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এমএ সইদ। ৩১ অগস্টের মধ্যে উত্তর চাওয়া হয়েছিল। বিএমসি-র তরফে জানানো হল, তারা রিয়াকে ‘ভিজিট’ করার অনুমতি দেয়নি।
এই বিষয়ে সংক্ষিপ্ত চিঠি কমিশনকে দিয়েছেন আরএন কুপার হাসপাতালের ডিন পিনাকিন গুজ্জর। জানিয়েছেন রিয়াকে তাঁরা প্রবেশের অনুমতি দেননি মর্গে।
কিন্তু এ রকম একটা দায়সারা উত্তরে সন্তুষ্ট হতে পারেননি সইদ। তিনি রিয়ার ভিজিটের সময় সেখানে উপস্থিত সমস্ত আধিকারিক, কর্মী সকলের নামের তালিকা এবং তাদের কাছ থেকে ঘটনার ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছেন বিএমসি-র কাছে। এ নিয়ে তাগাদা দেওয়ার জন্য সইদ সহযোগিতা চেয়েছেন মুম্বই পুলিশের।
প্রসঙ্গত, গত ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে তদন্ত করছে সিবিআই। আত্মহত্যা হয়ে থাকলে তাতে কাদের প্ররোচনা ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।
কুপার হাসপাতালের মর্গে সুশান্তের মরদেহ রাখা হয়েছিল। কারও সেখানে প্রবেশাধিকার ছিল না। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী কেমন করে সেখানে সেদিন ঢোকেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিষয়টি জানার জন্যই এবার তোড়জোড় শুরু হয়েছে। রিয়ার মর্গে প্রবেশের বিষয়ে কাদের প্রভাব কাজ করেছিল, তার খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement