এক্সপ্লোর
Advertisement
SSR Death Case: সুশান্তকে ভয় দেখাতে ভূত-প্রেতের কাহিনী শোনাতেন রিয়া! চাঞ্চল্যকর দাবি উভয়েরই এক বন্ধুর
সম্প্রতি সুশান্ত ও রিয়া চক্রবর্তী-উভয়ের এক বন্ধু চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি দাবি করেছেন, রিয়া সুশান্তকে ভূত-প্রেতের কাহিনী শোনাতেন। এরফলে সুশান্তর মনে ভয় জাঁকিয়ে বসে।
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর দুই মাসের বেশি সময় কেটে গিয়েছে। সিবিআই সুশান্তর মৃত্যুর তদন্ত করছে। যতদিন যাচ্ছে, সুশান্ত মামলার ঘটনায় নতুন নতুন অনেক কিছুই সামনে আসছে। সম্প্রতি সুশান্ত ও রিয়া চক্রবর্তী-উভয়ের এক বন্ধু চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি দাবি করেছেন, রিয়া সুশান্তকে ভূত-প্রেতের কাহিনী শোনাতেন। এরফলে সুশান্তর মনে ভয় জাঁকিয়ে বসে।
রিয়া ও সুশান্তর বন্ধু বলেছেন, ‘রিয়া প্রায়ই সুশান্তকে ভূত-প্রেতের কাহিনী শোনাত। আর এই কারণ নিয়েই একবার আমার সঙ্গে রিয়ার কথাকাটাকাটিও হয়ে গিয়েছিল। আমি রিয়াকে জিজ্ঞাসা করেছিলাম, কেন এসব কথাবার্তায় বিশ্বাস কর? এর জবাবে রিয়া বলেছিল, ও যেখানে যায়, সেখানে আলো জ্বলতে-নিভতে শুরু করে। এ কথা শুনে আমি বলেছিলাম, ইলেক্ট্রিসিটির সমস্যার কারণে এমনটা হতে পারে। আমি রিয়াকে বলে দিই যে, এ সব কথা আমি একেবারেই বিশ্বাস করি না। তা শুনে ও তর্ক জুড়ে দিয়েছিল। বলেছিল, তুমি এ সব বুঝবে না। এর মানে এটা নয়, এমনটা কিছু নেই’।
এছাড়াও রিয়া ও সুশান্তর বন্ধু আরও বলেছেন, ‘সুশান্তর শরীর যখন প্রথমবার খারাপ হয়েছিল, তখন রিয়া তার বাবাকেই সুশান্তকে ওষুধ দিতে বলেছিল। রিয়া বলেছিল, সুশান্তর প্রচুর কাশি হয়েছে, তা ভালোই হচ্ছে না। কিন্তু এরপরও সুশান্তর শরীর ঠিক হয়নি। বেশ কয়েকবার ওর ওষুধও বদলানো হয়েছিল। সুশান্তকে যে ওষুধ দেওয়া হত, তা ভাইরালের জন্য দেওয়া অ্যান্টিবায়োটিক। সুশান্তকে ওই ওষুধের কড়া ডোজ দেওয়া হত। আমি যখন নিজে ওই ওষুধ খাই, তখন বুঝতে পারি যে, এর প্রভাব কতটা। সুশান্ত খুব কাশত। মনে হয়, ওর অ্যালার্জি বা ভাইরাল সংক্রান্ত সমস্যা ছিল। সুশান্তর অবস্থা থেতে অবাক হয়ে গিয়েছিলাম। ওর ঘর খোলা থাকত না। আমারও ওখানে খুব কাশি হত। আমির ধুলোয় অ্যালার্জি’।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement