Cartoon Network: কেন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং RIP কার্টুন নেটওয়ার্ক?
আচমকা নেট দুনিয়ায় কেন ভাইরাল হয়ে গেল RIP কার্টুন নেটওয়ার্ক? সোশ্যাল মি়ডিয়ায় সেই সংক্রান্ত নানা মিমও ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
নয়াদিল্লি: নয়ের দশকের সময়টায় যাঁরা বেড়ে উঠছেন, তাঁরা কার্টুন নেটওয়ার্কের (Cartoon Network) সঙ্গে অতি পরিচিত থাকবেন। 'টম অ্যান্ড জেরি' থেকে 'স্কুবি ডু' কিংবা অন্য কোনও কার্টুন দেখার জন্য মুখিয়ে থাকতেন। কার্টুন নেটওয়ার্ক নামটা শুনলেই অনেকে স্মৃতির পাতায় ডুব দেবেন। স্কুল থেকে ফিরে হোক কিংবা কলেজ থেকে ফিরে অথবা নিজের নিজের কাজ থেকে ফিরে পছন্দের কার্টুন দেখার জন্য অপেক্ষা করে থাকতেন। কিন্তু আচমকা নেট দুনিয়ায় কেন ভাইরাল হয়ে গেল RIP কার্টুন নেটওয়ার্ক (RIP Cartoon Network)? সোশ্যাল মি়ডিয়ায় সেই সংক্রান্ত নানা মিমও ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
নেট দুনিয়ায় ট্রেন্ডিং কার্টুন নেটওয়ার্ক! কেন?
১৯৯২ সালের ১ অক্টোবর তৈরি হয় কার্টুন নেটওয়ার্ক। তারপর দীর্ঘ জার্নি। কার্টুন নেটওয়ার্কের হাত ধরে বেশ কয়েকটা প্রজন্ম পেয়েছে তাদের পছন্দের কার্টুন চরিত্রকে। 'পপাই দ্য সেলার ম্যান' থেকে 'জনি ব্য়াভো'র সঙ্গে পরিচিত হয়েছে। কিন্তু এবার সেই সকলের পছন্দের কার্টুন নেটওয়ার্কের জার্নি শেষ হল। ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে সংযুক্ত হয়ে গেল কার্টুন নেটওয়ার্ক। এর ফলে চিন্তায় পড়ে গিয়েছেন দর্শকেরা। এই সংযুক্তিকরণের ফলে তাঁদের পছন্দের কার্টুন প্রোগ্রাম ভবিষ্যতেও দেখা যাবে কিনা তা নিয়ে চিন্তিত তাঁরা। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে গিয়েছে RIP কার্টুন নেটওয়ার্ক। তৈরি হয়ে গিয়েছে নানা মিম।
আরও পড়ুন - Top Entertainment News Today: এক ক্লিকে বিনোদনের সব খবর
কার্টুন নেটওয়ার্ক ও ওয়ার্নার ব্রাদার্সের সংযুক্তিকরণের পর নেটিজেনরা ঝড় তুলেছেন নেট দুনিয়ায়। কেউ লিখেছেন, 'একটা যুগের অবসান হল। আমাদের ছোটবেলার দিনগুলো শেষ হয়ে গেল। জানি না কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল। কিন্তু এই খবর সত্যিই আমাদের আবেগপ্রবণ করে দিয়েছে। কার্টুন নেটওয়ার্ককে অনেক ধন্যবাদ জানাবো দিনের পর দিন ধরে আমাদের হাসিয়ে যাওয়ার জন্য। ছোটবেলার দিনগুলো কার্টুন নেটওয়ার্ক দেখার জন্য অপেক্ষা করে থাকতাম।' আবার কেউ লিখেছেন, 'অনেক ধন্যবাদ কার্টুন নেটওয়ার্ক আমাদের ছোটবেলাগুলোকে এতটা মজাদার করে তোলার জন্য। টম অ্যান্ড জেরি, স্কুবি ডু, পপাই দ্য সেলার ম্যানের মতো কার্টুন আমাদের সামনে আনার জন্য।' এর পাশাপাশি কার্টুন নেটওয়ার্কে অ্যানিমেশন, স্ক্রিপ্ট লেখা, ভয়েস ওভার দেওয়ার জন্য যাঁরা কাজ করতেন, তাঁদের জন্যও চিন্তায় পড়ে গিয়েছেন দর্শকেরা।