এক্সপ্লোর
Advertisement
কিমকে পেঁয়াজের বস্তার সঙ্গে তুলনা, টুইটারে সমালোচনার মুখে ঋষি কপূর
মুম্বই: টুইটারে অভিনেতা ঋষি কপূর যে যথেষ্ট ঠোঁট কাটা, তা আমাদের সকলেরই জানা। কিন্তু ঋষি কপূরের এই খোলামেলা টুইট অনেকের যথেষ্ট পছন্দও। তবে দুদিন আগে হলিউড অভিনেত্রী কিম কর্দেশিয়ানের পোশাককে এক বস্তা পেঁয়াজের সঙ্গে তুলনা করে সমালোচনার মুখে পড়েছেন ঋষি। অনেকেই বলেছেন মাঝেমধ্যে একটু হলেও ভাবনা-চিন্তা করে টুইট করা উচিত্ ঋষির। অনেকের মত এভাবে ব্যক্তিগত আক্রমণ করা উচিত্ নয়। কেউ কি পোশাক পরবে, সেটা সেই ব্যক্তির একান্ত ব্যক্তিগত পছন্দ।
এই সেই পোশাক, যা দেখে কিমকে এক বস্তা পেঁয়াজের সঙ্গে তুলনা করেছেন ঋষি।
তবে কিম প্রসঙ্গে ঋষির টুইট যদি অপ্রয়োজনীয় হয়, তাহলে হিলারি ক্লিন্টনকে উনি যেভাবে ঠুকে ছিলেন, তা সত্যিই আপত্তিজনক। মনিকা লিউন্সকির প্রসঙ্গ টেনে হিলারিকে ঠোকেন তিনি। ঋষির এধরনের মন্তব্য ভালভাবে নেননি অভিনেতার ভক্ত থেকে টুইটারে তাঁর ফলওয়ার, কেউই। এরআগে জারা নামক এক পোশাকের ব্র্যান্ডের জিনস নিয়েও বিদ্রুপত্মাক মন্তব্য করেছিলেন ঋষি।Onions in a mesh bag! pic.twitter.com/YXCXPJV3iN
— Rishi Kapoor (@chintskap) August 7, 2016
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement