Top Social Post: ঘোষণা হল চিরঞ্জিৎ-ঋতুপর্ণার ছবি মুক্তির দিন, চর্চায় জাহ্নবীর নেকলেস, দেখে নিন আজকের সোশ্যালের সেরা কারা?
Top Social Post Today: আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল, চর্চায় রইল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি
কলকাতা: দাবার বোর্ডের মতোই, জীবনটাও যেন সাদা-কালো। কখনও কঠিন লড়াই, খারাপ থাকা, কখনও আবার ভাল থাকা, সাফল্য পাওয়া। সেই সাফল্য-ব্যর্থতার গল্প নিয়েই ছবি বুনেছেন পথিকৃৎ বসু (Pathikrit Basu)। ছবির নাম 'দাবাড়ু'। আজ মুক্তি পেল নন্দিতা রায় (Nandita Roy) ও সঞ্জয় আগরওয়ালের পরিচালনায় (Sanjay Agarwal)-এর প্রযোজনায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)-এর ক্রিয়েটিভ প্রযোজনায় তৈরি নতুন ছবির টিজার-পোস্টার। অন্যদিকে, অজয় দেবগণের 'ময়দান' ('Maidaan' Premier) ছবিতে চাঁদের হাট। বলিউডের একাধিক তাবড় তারকা অভিনেতা, অভিনেত্রীদের মধ্যে নজর কাড়লেন জাহ্নবী কপূর (Janhvi Kapoor)। বলা ভাল সকলের নজরে পড়ল তাঁর স্টাইলিং। একদিকে তাঁর পোশাক, অন্যদিকের গলার নেকলেস। বাবা বনি কপূরের (Boney Kapoor) প্রযোজিত ছবির প্রিমিয়ারে দেখা মিলল জাহ্নবী কপূরের, স্টাইলে। সাদা প্যান্টস্যুট পরেছিলেন তিনি। অন্যদিকে তাঁর নেকলেসে দেখা গেল 'শিখু' (Shikhu) লেখা। তাতেই যেন সকলের চোখ আটকে গেল। কিন্তু কেন? আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল, চর্চায় রইল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি
সাদা-কালো বোর্ডে এক লড়াইয়ের গল্প, চিরঞ্জিৎ-ঋতুপর্ণার 'দাবাড়ু' মুক্তি পাচ্ছে ১০ মে
দাবার বোর্ডের মতোই, জীবনটাও যেন সাদা-কালো। কখনও কঠিন লড়াই, খারাপ থাকা, কখনও আবার ভাল থাকা, সাফল্য পাওয়া। সেই সাফল্য-ব্যর্থতার গল্প নিয়েই ছবি বুনেছেন পথিকৃৎ বসু (Pathikrit Basu)। ছবির নাম 'দাবাড়ু'। আজ মুক্তি পেল নন্দিতা রায় (Nandita Roy) ও সঞ্জয় আগরওয়ালের পরিচালনায় (Sanjay Agarwal)-এর প্রযোজনায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)-এর ক্রিয়েটিভ প্রযোজনায় তৈরি নতুন ছবির টিজার-পোস্টার। বিখ্যাত দাবাড়ু সূর্য শেখর গঙ্গোপাধ্যায়ের ছবিতে তুলে ধরা হবে রুপোলি পর্দায়। ছবির মুখ্যভূমিকায় থাকছেন, ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty), দীপঙ্কর দে (Dipankar Dey), বিশ্বনাথ বসু (Biswanath Basu), কৌশিক সেন (Kaushik Sen), শঙ্কর চক্রবর্তী (Sankar Chakraborty), সংঘশ্রী সিংহ মিত্র (Sanghasree Sinha Mitra)- ও অন্যান্যরা। এই ছবি নিয়ে পথিকৃৎ বসু বলছেন, 'বাংলা ছবির বিষয়বস্তু হিসেবে প্রায় অস্পৃশ্য হিসেবে রয়ে গিয়েছিল দাবা। এমন একটা বিষয়কে যে পর্দায় তুলে ধরার সুযোগ পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। নন্দিতা ম্যাম আর শিবুদা যে এই কাজটার দায়িত্ব আমায় দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।'
View this post on Instagram
পরনে মায়ের পোশাক, গলায় 'শিখু' লেখা নেকলেস, 'ময়দান' ছবির প্রিমিয়ারে নজর কাড়লেন জাহ্নবী
বাবার ছবির প্রিমিয়ার। এই বিশেষ দিনের জন্য বিশেষ পোশাক বেছে নিয়েছিলেন অভিনেত্রী জাহ্নবী কপূর। পোশাকের মাধ্যমেই সঙ্গে রেখেছিলেন মা শ্রীদেবীকে (Sridevi)। প্রয়াত অভিনেত্রীর ক্লাসি ভিন্টেজ আরমানি স্যুটই এদিন পরেছিলেন জাহ্নবী। সঙ্গে পালাজো ট্রাউজার, যার দাম প্রায় ৫২ হাজার ৪২১ টাকা। লুক সম্পূর্ণ করতে 'ধড়ক' অভিনেত্রী পরেছিলেন জিমি চুয়ের চামড়ার পাম্প ও সঙ্গে নিয়েছিলেন লোরো পিয়ানা হিমালয়া ক্রোকোডাইল ব্যাগ। অন্যদিকে গলায় তাঁর ছিল একটি নেকলেস। যার ডিজাইনে লেখা ছিল 'শিখু'। 'কফি উইথ কর্ণ'-এর এক পর্বে এসে অভিনেত্রী বলেছিলেন প্রেমিককে আদর করে তিনি 'শিখু' বলেই ডাকেন। কিন্তু কারও নাম তিনি উল্লেখ করেননি। ফলে এদিন তাঁর নেকলেস দেখে সকলেরই দাবি, তাহলে কি শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেমের জল্পনায় সিলমোহর দিলেন তিনি? প্রসঙ্গত, জাহ্নবী কপূর এর আগেও তাঁর মায়ের পোশাকে একাধিক ইভেন্টে গিয়েছেন। কিছুদিন আগে প্রয়াত নায়িকার হয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার নিতে নয়াদিল্লিতে '৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার'-এর অনুষ্ঠানে গিয়েছিলেন জাহ্নবী। সঙ্গে অবশ্যই ছিলেন তাঁর বাবা, প্রযোজক বনি কপূর, ও বোন খুশি কপূর। সেখানেও জাহ্নবী, তাঁর মায়ের ব্যক্তিগত কালেকশন থেকে একটি শাড়ি পরেছিলেন। সেই শাড়িটা ২০১৩ সালে রাম চরণের বিয়েতে শ্রীদেবী পরেছিলেন।
View this post on Instagram