Rocky Aur Rani Ki Prem Kahani: টুইঙ্কল আর অক্ষয়ের বন্ধুত্ব অজান্তেই গড়ে তুলেছিল রকি আর রানিকে: কর্ণ জোহর
Akshay Kumar and Twinkle Khanna: এই ছবির প্রচারের সময় কর্ণ বলেছিলেন, 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির গল্প নাকি বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত। একবার তাঁর বাবা যশ জোহর তাঁকে এই গল্প শুনিয়েছিলেন
কলকাতা: বক্সঅফিসে যথেষ্ট ভাল ব্যবসা করেছিল কর্ণ জোহরের (Karan Johar)-এর শেষ ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani)। আলিয়া ভট্ট (Alia Bhatt) ও চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly), রণবীর সিংহ (Ranveer Singh), টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury), জয়া বচ্চন (Jaya Bacchan), শাবানা আজমি (Shabana Azmi), ধর্মেন্দ্র (Dharmendra) অভিনীত এই ছবিতে কেবল অভিনয় নয়, প্রশংসিত হয়েছিল চিত্রনাট্যও।
এই ছবির প্রচারের সময় কর্ণ বলেছিলেন, 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির গল্প নাকি বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত। একবার তাঁর বাবা যশ জোহর তাঁকে এই গল্প শুনিয়েছিলেন। কালক্রমে, বাবার মুখে শোনা সেই গল্পকেই পর্দায় তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছিলেন কর্ণ। আর সম্পতি, একটি সাক্ষাৎকারে কর্ণ জানালেন, অক্ষয় কুমার (Akshay Kumar) ও টুইঙ্কেল খান্না (Twinkle Khanna)-র বাস্তব জীবনের প্রেমের গল্পই হয়তো অজান্তেই তৈরি করেছিল রকি আর রানির চরিত্র!
সাক্ষাৎকারে কর্ণ বলেন, 'আমায় হয়তো অজান্তেই আকৃষ্ট করেছিল বিয়ের পরে অক্ষয় ও টুইঙ্কলের মধ্যে বন্ধুত্বটাকে। ওদের সঙ্গে একসঙ্গে কত খাবার খেয়েছি, সময় কাটিয়েছি। খুব কাছের থেকে দেখেছি এই জুটিটাকে। ওদের মধ্যে একটা অদ্ভুত স্বচ্ছন্দ্যবোধ রয়েছে। একে অপরের বিভিন্ন কাজে মজা পায় ওরা। অক্ষয় আর টুইঙ্কলকে দেখে আমার মনে হয়েছিল, সম্পূর্ণ দুটো ভিন্ন সংস্কৃতি থেকে আসা মানুষও একসঙ্গে থাকতে পারে। ভালবাবেই থাকতে পারে। আমার মন হয়েছিল, আমরা নিজেদের সীমাবদ্ধ করে রাখতে ভালবাসি। যদি ঘরের দরজা খুলে বেরোই, বন্ধু খুঁজি... হয়তো দেখব আমার চেয়ে সবচেয়ে উল্টো মানুষটাই আমার সবচেয়ে সেরা বন্ধু হয়ে উঠল।'
কর্ণ জোহর এই ছবির ঘোষণা করেছিলেন ২০২১ সালে। ২০২২ সালে প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায় এই ছবির কাজ। অবশেষে, ২০২৩ সালের জুলাই মাসের শেষ সপ্তাহে মুক্তি পেল এই ছবি।এই ছবির কাজ শুরু হওয়ার আগেই খবর পাওয়া গিয়েছিল, আলিয়া অন্তঃসত্তা। আর তাই, রাহার আগমনের আগে পর্যন্ত শ্যুটিং বন্ধ রেখেছিলেন কর্ণ। রাহা আসার ৪ মাসের মধ্যেই শ্যুটিং ফ্লোরে ফেরেন আলিয়া। মাত্র এই সময়ের মধ্যেই ওজন ঝরিয়ে আগের চেহারায় ফিরে গিয়েছিলেন আলিয়া। পর্দায় তাঁর মা হওয়ার আগের ও পরের চেহারার পার্থক্য ধরা যায়নি মোটেই।
আরও পড়ুন: Ritabhari Chakraborty: চিত্রাঙ্গদার পরিচালনায় মুক্তি পেল ঋতাভরীর নতুন মিউজিক ভিডিও 'টাইম বেবি'