Golmaal 5: আসতে চলেছে 'গোলমাল ৫', কী জানালেন পরিচালক রোহিত শেট্টি?
Golmaal 5 Update: সূত্রের খবর, চারটি ছবির পর এবার পঞ্চম 'গোলমাল' নিয়ে আসার পরিকল্পনা করছেন রোহিত শেট্টি।
নয়াদিল্লি: চিত্র পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) জনপ্রিয় কমেডি চলচ্চিত্র সিরিজ 'গোলমাল' (Golmaal) ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে প্রিয় সিনেমাগুলির মধ্যে অন্যতম। এই ফিল্ম সিরিজটির নামে এখনও পর্যন্ত চারটি ছবি রয়েছে এবং এক অনলাইন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোহিত শেট্টি 'গোলমাল ৫' (Golmaal 5) তৈরির পরিকল্পনা করছেন।
সম্প্রতি বিনোদনের একটি পোর্টালের সাক্ষাৎকারে 'গোলমাল' সিরিজ নিয়ে কথা বলেন পরিচালক রোহিত শেট্টি। জানান তাঁর কী পরিকল্পনা রয়েছে। 'গোলমাল ৫'-এর ব্যাপারে প্রশ্ন করা হলে পরিচালক বলেন, 'এটি হবে, যেমন আমি বলছিলাম যে এই কাজে দুটো বছর কেটে গেছে (লকডাউন এবং 'সূর্যবংশী' ছবির মুক্তি)। গোলমাল এমন একটি জিনিস যা কখনও শেষ হতে পারে না।'
'গোলমাল' সিরিজের আগের চারটি ছবিতে মুখ্য চরিত্রে দেখা গেছে অজয় দেবগণ (Ajay Devgn), আরশদ ওয়ারসি (Arshad Warsi), তুষার কপূর (Tusshar Kapoor), সঞ্জয় মিশ্র (Sanjay Mishra), মুকেশ তিওয়ারিকে (Mukesh Tiwari)। সিরিজের তিনটি ছবিতে শ্রেয়স তলপড়ে (Shreyas Talpade) ছিলেন। অভিনেত্রী করিনা কপূর খান (Kareena Kapoor Khan) ও অভিনেতা কুণাল খেমু (Kunal Kemmu) এই 'গোলমাল' ফ্র্যাঞ্চাইজির দুটি ছবিতে ছিলেন।
এই ফ্র্যাঞ্চাইজির প্রথম চারটি ছবি হল - 'গোলমাল: ফান আনলিমিটেড' (Golmaal: Fun Unlimited), 'গোলমাল রিটার্নস' (Golmaal Returns), 'গোলমাল ৩' (Golmaal 3) এবং 'গোলমাল এগেইন' (Golmaal Again)।
অন্যদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে রোহিত শেট্টি পরিচালিত ও অক্ষয় কুমার অভিনীত ছবি 'সূর্যবংশী'। করোনা পেরিয়ে হলমুখী দর্শকদের কাছ থেকে বেশ ভাল সাড়া পেয়েছে ছবি। প্রথম সপ্তাহেই বক্স অফিস কাঁপিয়ে ব্যবসা করেছে অক্ষয় - ক্যাটরিনা ছবিটি। আপাতত রণবীর সিংহ অভিনীত 'সার্কাস' ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত রোহিত। ছবিতে অন্যান্য মুখ্য চরিত্রে থাকবেন বরুণ শর্মা, পূজা হেগড়ে ও জ্যাকলিন ফার্নান্ডেজ। ২০২২ সালের ১৫ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'সার্কাস'।