এক্সপ্লোর
Advertisement
‘জলি এলএলবি-২’এ অভিনয়ের জন্যে প্রতিদিন এক কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয় কুমার
মুম্বই: বলিউড বক্স অফিসের এখন পরশ পাথর হলেন অক্ষয় কুমার। তাঁর সাম্প্রতিক প্রায় সব ছবিই সাফল্যের মুখে দেখেছে বক্স অফিসে। অক্ষয় তাঁর ছবির সৌজন্যে প্রথম বলিউড তারকা হিসেবে তিনশো কোটির ক্লাবে ঢুকে পড়েছেন। পিছনে ফেলে দিয়েছেন বলিউডের তিন খানকেও। এবার সামনে এল আরও এক তথ্য। বর্তমানে বলিউডের অ্যাকশন হিরো ২০১৩ সালের ছবি ‘জলি এলএলবি’-র সিকুয়েল ‘জলি এলএলবি ২’-র শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবির জন্যে প্রতিদিন এক কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়।
এই বছর অক্ষয়ের ঝুলিতে পর পর তিনটি সফল ছবি রয়েছে। ইন্ডাস্ট্রির অন্যতম ধোনী তারকাদের তালিকায় নাম রয়েছে তাঁর। ‘এয়ারলিফ্ট’, ‘হাউসফুল থ্রি’ এবং ‘রুস্তম’-এর পর তিনি এখন ব্যস্ত রয়েছেন ‘জলি এলএলবি ২’-র শ্যুটিংয়ে।
অক্ষয় সাধারণত তাঁর প্রতিটি ছবির শ্যুটিং শিডিউল শেষ করতে ৪০ থেকে ৪৫ দিন সময় নেন। সেখানে প্রডাকশনগত সমস্যা থাকলে সেটা অনেকসময় ৫০ দিনও হয়ে যায়। যেহেতু ‘জলি এলএলবি ২’-র শ্যুটিংয়ে প্রতিদিন এক কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়, তাই পঞ্চাশ দিনে তাঁর মোট পারিশ্রমিক গিয়ে দাঁড়াবে ৫০ কোটি টাকা। তাই হয়তো এই ছবির শ্যুটিং শেষ করার জন্যে একটু বেশিই ব্যস্ততা রয়েছে ‘জলি এলএলবি ২’-র প্রডাকশন টিমের।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement