Rupam Islam Fossils : ছোট মাঠে অনিয়ন্ত্রিত ভিড়, বাঁধনছাড়া উল্লাস, বিপদ আটকাতে ফসিলসের অনুষ্ঠান বন্ধ করল পুলিশ, কী বললেন রূপম?
Rupam Islam : অনিয়ন্ত্রিত ভিড়ের কারণে প্রশাসনের তরফে মঙ্গলবার বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানের কথা রূপম ফেসবুকে পোস্ট করেন।
অতসী মুখোপাধ্যায়, কলকাতা : মধ্যমগ্রামে ফসিলসের (Fossils ) কনসার্টে ঘটে যেতে পারত বড়সড় বিপর্যয়। স্বল্প পরিসরের মাঠ। আর হাজার হাজার মানুষের ভিড়। ফ্যানেদের উন্মাদনা। রুপমকে একবার চাক্ষুষ করার জন্য নাছোড়বান্দা মনোভাব। সবমিলিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। শেষমেষ অনিয়ন্ত্রিত ভিড়ের কারণে প্রশাসনের তরফে মঙ্গলবার বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানের কথা রূপম ফেসবুকে পোস্ট করেন।
দেশজুড়ে এখনও চলছে বর্ষবরণের নানা অনুষ্ঠান। আর শীতের এই সময়টাই পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানের হিড়িক পড়ে যায়। কিন্তু জনপ্রিয় শিল্পী বা ব্যান্ড অনুষ্ঠান করতে এলে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার, ততটা থাকে না বহু জায়গাতেই। আর তার জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় অনেকসময়ই। তেমনটাই ঘটেছিল মঙ্গলবার মধ্যমগ্রামে।
গায়ক রূপম ইসলাম ( Rupam Islam ) তাঁর ফেসবুক পেজে অনুষ্ঠানটির ভিডিও শেয়ার করে মঙ্গলবারের ঘটনার কথা লেখেন। পুলিশের বক্তব্য অনুসারে ৬০০০ মানুষের জমায়েত হতে পারে ওই মাঠে। কিন্তু জড়ো হয়েছিলেন প্রায় ১১ হাজার মানুষ । বাইরে ছিলেন আরও প্রায় ১০ হাজার মানুষ। এই রকম ছোট একটি পরিসরে সকলের জন্য উন্মুক্ত কনসার্টে কত বড় বিপদ হতে পারত ভেবেই শঙ্কিত গায়ক !
তিনি মধ্যমগ্রামের ২টি ভিডিও শেয়ার করেন। তাতে প্রায় হাজার হাজার মানুষকে দেখা যায় বাঁধভাঙা উল্লাসে মেতে উঠতে। রুপমের মতো জনপ্রিয় শিল্পী অনুষ্ঠানে সেটাই স্বাভাবিক। তবে গায়ে কাঁটা দেয় অনুষ্ঠানের পরিসর ও সেই অনুপাতে শ্রোতার সংখ্যা দেখে।
অনুষ্ঠানস্থলে মানুষের প্রবেশ করার একটি ভিডিও রূপম শেয়ার করেন। সেই সঙ্গে তিনি শেয়ার করেন অনুষ্ঠানস্থলের বাইরে রাস্তায় অপেক্ষারত হাজার হাজার মানুষের ছবি।
তিনি জানান, কনসার্টে কয়েকটি গানের মধ্যে পুলিশ এসে তাঁদের পারফরম্যান্স বন্ধ করতে বলে। জনতা চিৎকারে পরিস্থিতি এমন জায়গায় চলে গিয়েছিল যে, কিছুক্ষণ পর পুলিশ এসে বলে, দয়া করে ২ টি গান গেয়ে কনসার্টটি শেষ করতে। ফসিলস জনপ্রিয় গান হাসনুহানা ও অ্যাসিড পারফর্ম করে অনুষ্ঠান স্থল ত্যাগ করে ।
রূপম জানান, পুলিশের হিসাবে ৬ হাজার মানুষ ধরার মতো একটি ভেন্যুতে ১১ হাজারেরও বেশি দর্শক ছিল এবং ১০ হাজারেরও বেশি মানুষ বাইরে অপেক্ষা করেছিল। কার্যত, লাঠিচার্জের পরও অনুষ্ঠানস্থলের বাইরে থেকে দর্শকরা সরে যেতে রাজি হয়নি।
রূপমের স্ত্রী রূপসা দাশগুপ্ত সোশ্যাল মিডিয়ায় লেখেন, রূপমের প্রেজেন্স অফ মাইন্ড, তাঁর দর্শকদের বোঝানোর ক্ষমতাই বড় বিপদ থেকে বাঁচিয়েছে। অনুষ্ঠানস্থলে বড় অস্থায়ী স্তম্ভ ছিল, বড় বিপদ ঘটে যেতে পারত।