Saif Ali Khan: সেফের চিকিৎসায় বিপুল অঙ্কের বিমা রাতারাতি মঞ্জুর করে প্রশ্নের মুখে সংস্থা
Saif Ali Khan News: জানা যাচ্ছে, ছুরির আঘাতে আহত সেফকে শুশ্রূষা করানোর জন্য নিয়ে আসা হয়েছিল মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে

কলকাতা: সেফের আলি খানের ওপর হামলার ঘটনায় একাধিক বিষয় চর্চায় উঠে এসেছে। আর তার মধ্যে একটি হল, সেফ আলি খানের হাসপাতালের বিল। খ্যাতনামী বলেই কি সাধারণ মানুষের থেকে বেশি সুবিধা পাচ্ছেন সেফ আলি খান। সেই কারণেই এক লহমায় মঞ্জুর হয়ে গেল তাঁর ২৫ লক্ষ টাকার বিল! এই ঘটনায় অভিযোগের আঙুল তুলল মুম্বইয়ের অ্যাসোসিয়েশন অফ মেডিকেল কনসালট্যান্টস। ঠিক কী জানা যাচ্ছে..
জানা যাচ্ছে, ছুরির আঘাতে আহত সেফকে শুশ্রূষা করানোর জন্য নিয়ে আসা হয়েছিল মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। সেই রাতে তড়িঘড়ি সেফকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে, তখনও তাঁর পিঠে বিদ্ধ ছুরির ফলা। তাঁর সঠিক চিকিৎসকার জন্য রাতারাতি ২৫ লাখ টাকার স্বাস্থ্যবিমা মঞ্জুর করে দেয় ওই সংস্থা। এরপরে চার দিনে ৩৬ লক্ষ টাকা পেতেও কোনও অসুবিধাই হয়নি। তবে দেখা যাচ্ছে, সাধারণ মানুষের ক্ষেত্রে এত সুবিধা পাওয়া যায় না। এর থেকে অনেক কম অর্থ খরচ হলেও এত সহজে বিমা পাওয়া যায় না। তার কেন এই ধরণের সমস্যা হবে, তা নিয়েই প্রশ্ন তুলেছে মুম্বইয়ের অ্যাসোসিয়েশন অফ মেডিকেল কনসালট্যান্টস।
জানা গিয়েছে, এক ব্যক্তি, চিকিৎসক সংগঠনের দৃষ্টি আকর্ষণ করে একটি চিঠি লেখেন। তারপরেই টনক নড়ে চিকিৎসক সংগঠনের। টাকার অঙ্ক নিয়ে যেমন একদিকে প্রশ্ন রয়েছে, তেমনই প্রশ্ন রয়েছে চিকিৎসার নিয়ম নিয়েও। যে ধরণের অসুস্থতা নিয়ে সেফ ভর্তি হয়েছিলেন হাসপাতালে, অর্থাৎ এমন হামলার ঘটনায় স্বাস্থ্যবিমা পেতে গেলে সেফের তরফ থেকে একটি এফআইআর দিতে হয়। সেটা নিয়ম। কিন্তু সম্ভবত তা দিতে হয়নি সেফ আলি খানের ক্ষেত্রে।
ওই ব্যক্তির দাবি, সেফ আলি খানের সঙ্গে যে ঘটনা ঘটে গিয়েছে তার সঠিক তদন্ত হোক। সেই সঙ্গে নগদহীন বিমা পরিষেবায় স্বচ্ছতা আনা হোক। যে সমস্ত সাধারণ মানুষেরা বিমা পরিষেবা নেন চিকিৎসার ক্ষেত্রে, তাঁদের ভরসা ফেরাতে সবার জন্য এমনই তড়িঘড়ি বিমার বন্দোবস্ত করা হোক। অগ্রাধিকারমূলক চিকিৎসা সংক্রান্ত বিষয়টি আটকাতে কড়া নিয়ম চালু হোক। সেই সঙ্গে ওই ব্যক্তি বিমা নিয়ে এই বিষম্যমূলক ব্যবস্থাকে নিকৃষ্ট বলে দাবি করেছেন। তাঁর দাবি, বৈষম্য ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।
আরও পড়ুন: Saif Ali Khan: সেফের ওপর হামলার ঘটনায় সন্দেহের বশে আটক, বিয়ে ভাঙল, চাকরি গেল সেই আকাশের!






















