এক্সপ্লোর
শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ সলমন-ক্যাটরিনার, শেয়ার করলেন ছবি
বাংলাদেশের প্রধানমন্তী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন সলমন খান ও ক্যাটরিনা কইফ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিবিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে গিয়েছিলেন সলমন ও ক্যাটরিনা।

মুম্বই: বাংলাদেশের প্রধানমন্তী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন সলমন খান ও ক্যাটরিনা কইফ। রবিবার রাতে নিজের টুইটারে থেকে একটি ছবি শেয়ার করেন সলমন খান। ছবিতে সলমন ও ক্যাটরিনাকে দেখা যায় শেখ হাসিনার সঙ্গে। সলমন লিখেছেন, ‘বাংলাদেশের সন্মানীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি ও ক্যাটরিনা। এই সাক্ষাৎ আমাদের জন্য আনন্দ ও সন্মানের।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিবিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে গিয়েছিলেন সলমন ও ক্যাটরিনা। বর্তমানে ‘দাবাং-৩’ ছবির শ্যুটিং-এ ব্যস্ত সলমন খান। অন্যদিকে ‘সূর্যবংশী’ ছবির কাজে ব্যস্ত ক্যাটরিনা।Katrina and I, with the Hon. Prime Minister Sheikh Hasina.. it was a pleasure and honour to have met such a beautiful lady . . . pic.twitter.com/bpJcRYoO3G
— Chulbul Pandey (@BeingSalmanKhan) December 8, 2019
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















