এক্সপ্লোর
Advertisement
দেখুন: 'রেস ৩'-র শ্যুটিংয়ের মধ্যেই কাশ্মীরের পাহাড়ি পথে জ্যাকলিনকে নিয়ে বাইক চালালেন সলমন
নয়াদিল্লি: বলিউড তারকা সলমন খান ও জ্যাকলিন ফার্নান্ডেজ বর্তমানে তাঁদের আগামী সিনেমা রেস ৩-র শ্যুটিংয়ে ব্যস্ত। এজন্য সিনেমার পুরো দলই জম্মু ও কাশ্মীরে রয়েছে। এখানে সিনেমার একটি রোমান্টিক গানের শ্যুটিং হয়েছে। এরপরই অ্যাডভেঞ্চার নিয়ে উত্সুক সলমন বাইক নিয়ে বেরিয়ে পড়লেন। পিছনের সিটে সওয়ারি জ্যাকলিন। দুজনের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ছড়িয়ে পড়েছে।
সলমন সাদা রঙের টি শার্ট ও কালো রঙে জিন্স পরেছিলেন। মাথায় হেলমেট। অন্যদিকে, পিছনের সিটে বসে এই সফরের আনন্দ উপভোগ করতে দেখা গেল জ্যাকলিনতে। সলমনের সঙ্গে বসে এই বাইক-যাত্রার খুশি জ্যাকলিনের মুখ-চোখেই ধরা পড়েছে।
ভিডিওতে লাদাখের অপরূপ সৌন্দর্য্যও ধরা পড়েছে।
এই সিনেমার শ্যুটিং শুরু হওয়ার পর থেকেই সেটের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই রকমই একটি ছবিতে সলমনকে জিপ চালাতে দেখা গিয়েছিল। জিপ চালানোর সময় সলমনের সুরক্ষায় কম্যান্ডোও মোতায়েন করা হয়েছিল। সঙ্গে ছিলেন দেহরক্ষী শেরা।
ব্লকব্লাস্টার কিক সিনেমার পর ফের সলমন-জ্যাকলিন জুটিকে রেস সিনেমায় দেখা যাবে। সিনেমায় এছাড়াও রয়েছে অনিল কপূর, ডেইজি শাহ, ববি দেওলের মতো তারকা। চলতি বছরের ইদের সময় সিনেমাটি মুক্তি পাবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement