Salman Khan: ২ বার বিয়ে, এখন নতুন প্রেমিকা, আমিরের সম্পর্কে কথা বলতে গিয়ে বেফাঁস মন্তব্য সলমনের
Salman Khan on Amir Khan: আমির খান এর আগেই জানিয়েছিলেন, তিনি ইতিমধ্যেই শাহরুখ ও সলমনের সঙ্গে দেখা করিয়েছেন গৌরীর।

কলকাতা: আমির খান (Amir Khan) গৌরী স্প্রাতের সঙ্গে সম্পর্কে রয়েছেন, সেই খবর চাউর হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মিম ছড়িয়েছিল। সেখানে লেখা হয়েছিল, শাহরুখ খান (Shah Rukh Khan) ও আমির খান তো তাঁদের গৌরীকে খুঁজে নিলেন। এবার সলমন খানের পালা। অর্থাৎ পরোক্ষভাবে বলা হয়েছিল, সলমন কবে তাঁর জীবনসঙ্গীকে খুঁজে নেবেন? তবে এই বিষয়ে কোনও মতামত দেননি সলমন। তবে সদ্য, কপিল শর্মা-র শোতে এসে আমির খানের প্রেম নিয়ে মুখ খুললেন সলমন! কী বললেন তিনি?
আমির খান এর আগেই জানিয়েছিলেন, তিনি ইতিমধ্যেই শাহরুখ ও সলমনের সঙ্গে দেখা করিয়েছেন গৌরীর। গৌরী যেহেতু রুপোলি পর্দার কেউ নন, স্বভাবতই গৌরীর সঙ্গে রুপোলি পর্দার কারোর কখনোই আলাপ ছিল না। গৌরী রুপোলি পর্দা নিয়ে যে খুব বেশি উচ্ছ্বসিত এমনটাও নয় বলে জানিয়েছেন আমির। তিনি ধীরে ধীরে রুপোলি পর্দার মানুষদের জীবনযাত্রার সঙ্গে পরিচিত হচ্ছেন। আর এই শো-তে কপিল শর্মা সলমনকে এই বিষয়ে প্রশ্ন করেন। তিনি জানতে চান যে, আমির তাঁর প্রেমিকার সঙ্গে সলমনের আলাপ করিয়েছেন কি না বা এই বিষয়ে সলমনের কী মতামত? তখন সলমন মজা করে বলেন, 'আমির খানকে তো মিস্টার পারফেকসানিস্ট বলা হয়। ফলে যতক্ষণ না বিয়েটা একেবারে পারফেক্ট হচ্ছে, ততক্ষণ আমির...'। অর্থাৎ সলমন ইঙ্গিত করেন যে, বিয়ে একেবারে সঠিক না হলে, আমির প্রেম করে যাবেন। মঞ্চে উপস্থিত সবাই সলমনের এই কথায় হাসিতে ফেটে পড়ে।
View this post on Instagram
সলমন সম্পর্কে কী বলেছিলেন আমির?
সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে আমিরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সলমন খানও কি একদিন তাঁর "গৌরী"-কে খুঁজে নেবেন? এর উত্তরে আমির প্রশ্নটি পুনরাবৃত্তি করেন, 'সলমনেরও কি গৌরী খুঁজে নেওয়া উচিত?' এবং তারপর, হেসে এবং দীর্ঘশ্বাস ফেলে বলেন, 'সলমান আর কী খুঁজবে।' ওই সাক্ষাৎকারেই, আমিরকে আরও জিজ্ঞাসা করা হয়েছিল যে সলমন তাঁর এবং শাহরুখের কাছ থেকে ঘর বাঁধার জন্য কোনও টিপস নিয়েছেন কিনা, যার উত্তরে আমির বলেছিলেন, 'সলমন সেটাই করবেন যা তাঁর জন্য ভাল হবে।'






















