এক্সপ্লোর
ভাইজান এবার শিল্পী! লুলিয়া ভান্তুরের জন্য!!

মুম্বই: প্রেম মানুষকে দিয়ে কী না করাতে পারে! এতদিনের রাফ অ্যান্ড টাফ সলমন খান এবার পেনসিল ধরেছেন। দিব্যি পাকা হাতে ছবি এঁকে ফেলেছেন প্রেমিকার। তাতে আবার দক্ষ শিল্পীর ধাঁচে সইও করে দিয়েছেন।
ছবিটি শেয়ার করেছেন সলমনের রোমানিয়ান বান্ধবী লুলিয়া ভান্তুর। তাতে সলমনকে তিনি উল্লেখ করেছেন লাভড ওয়ান অ্যান্ড আ ডায়মন্ড। সলমনের সঙ্গে তাঁর সম্পর্ক গোপন রাখার জন্য লুলিয়া শেয়ার করা ছবি থেকে সলমনের স্বাক্ষরটি বাদ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ছবিতে কিন্তু দেখা যাচ্ছে সেটি। সলমনের সইয়ের সঙ্গে মিলিয়ে দেখুন, দিব্যি মিলও পাবেন।
ছবিটি শেয়ার করেছেন সলমনের রোমানিয়ান বান্ধবী লুলিয়া ভান্তুর। তাতে সলমনকে তিনি উল্লেখ করেছেন লাভড ওয়ান অ্যান্ড আ ডায়মন্ড। সলমনের সঙ্গে তাঁর সম্পর্ক গোপন রাখার জন্য লুলিয়া শেয়ার করা ছবি থেকে সলমনের স্বাক্ষরটি বাদ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ছবিতে কিন্তু দেখা যাচ্ছে সেটি। সলমনের সইয়ের সঙ্গে মিলিয়ে দেখুন, দিব্যি মিলও পাবেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















