Salman Khan: অসুস্থ সলমন? সোশ্যাল মিডিয়ায় 'টাইগার'-কে দেখে উদ্বিগ্ন অনুরাগীরা
Salman Khan Update: সোশ্যাল মিডিয়ায় সলমনের যে ভিডিও পোস্ট হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, একটি কালো ও রুপোলি পোশাক পরেছেন তিনি। মঞ্চে নাচ করছেন নিজের ছবির গানেই
কলকাতা: অভিনেতা সলমন খান (Salman Khan) কি অসুস্থ? সোশ্যাল মিডিয়ায় সদ্যই ছড়িয়ে পরেছে সলমনের নাচের একটি ভিডিও, আর তারপরেই অনুরাগীরা উদ্বিগ্ন হয়েছেন তাঁর স্বাস্থ্য নিয়ে। একটি পার্টিতে মঞ্চে অনুষ্ঠান করছিলেন সলমন, সেই ভিডিওই ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেখানে অভিনেতাকে দেখে অনুরাগীদের মনে রয়েছে তিনি রীতিমতো অসুস্থ ও ক্লান্ত।
সোশ্যাল মিডিয়ায় সলমনের যে ভিডিও পোস্ট হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, একটি কালো ও রুপোলি পোশাক পরেছেন তিনি। মঞ্চে নাচ করছেন নিজের ছবির গানেই। সলমনের এই ভিডিও ট্যুইট করেছেন অনেকেই। এক অনুরাগী লিখেছেন, 'সলমনকে অসুস্থ আর ক্লান্ত দেখাচ্ছে। ওঁর নিজের শরীরের যত্ন নেওয়া উচিত।'
Lastest video of Salman khan dancing in a wedding function in New Delhi last night.
— Syed Irfan Ahmad (@Iam_SyedIrfan) October 1, 2023
He looks so tired and unhealthy. He should take care of his health. pic.twitter.com/Tf2HycDweQ
প্রথম ট্যুইটে সলমন যে পার্টিতে নাচ করছেন, সেটাকে অনুরাগী বিবাহ পার্টি বলে উল্লেখ করলেও পরবর্তীতে আরও একটু ট্যুইট করে লেখেন, বিবাহ নয়, সলমন পারফর্ম করছিলেন এক ব্যবসায়ীর ছেলের জন্মদিনের পার্টিতে। সেইসঙ্গে সেই অনুরাগী শেয়ার করে নিয়েছেন জন্মদিনে কেক কাটার ছবিও।
I’m sorry guys Salman bhai was not dancing in a wedding ceremony, but at the birthday party of the grandchild of a famous industrialist.pic.twitter.com/2DhEaInZSN https://t.co/KHZAsnWvee
— Syed Irfan Ahmad (@Iam_SyedIrfan) October 1, 2023
অন্যদিকে, সদ্য মুক্তি পেয়েছে সলমন খানের নতুন ছবির টিজার। সলমন ভক্তদের বহু দিনের অপেক্ষায় অবসান। অবশেষে ‘টাইগার’-রূপে সামনে এলেন তিনি। সলমন খানের টাইগার ৩-এর টিজার (Tiger 3 Teaser) এল প্রকাশ্যে। ‘টাইগার ৩’-এর পয়লা ঝলকদের মুগ্ধ সলমন ভক্তরা। মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’-র টিজার দেখে আপ্লুত ভাইজানের ভক্তরা। ২০২৩-এর দীপাবলিতে ( Diwali Release ) মুক্তি পাবে সল্লুমিঞার ছবিটি। অভিনয় করেছেন সলমন খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাসমি।
২০১২ সালে মুক্তি পেয়েছিল 'এক থা টাইগার'। তার ৫ বছর পর ২০১৭ সালে মুক্তি পায় 'টাইগার জিন্দা হ্যায়'। এরপর লম্বা বিরতি। অবশেষে ৬ বছর পর আসতে চলেছে টাইগার ৩। যশ চোপড়ার (Yash Chopra) জন্মদিনটিকে টাইগারের টিজার প্রকাশের দিন হিসেবে বেছে নিয়েছেন নির্মাতারা। ' টাইগার কা মেসেজ ' নামে টিজারটি শুরু হয়েছে।
আরও পড়ুন: Amitabh on Roktobeej: শিবপ্রসাদ-নন্দিতার 'রক্তবীজ'-কে শুভেচ্ছা অমিতাভের, আপ্লুত পরিচালকদ্বয়