Salman Khan: সফর বাতিল নয়, কড়া নিরাপত্তায় পরিকল্পনা মতোই কলকাতায় আসবেন সলমন
Salman Khan News: শেষ মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী, পরিকল্পনামাফিক মে বা জুন মাসে কলকাতায় আসছেন সলমন। শো-টিও করবেন তিনি।
কলকাতা: মৃত্যুর হুমকি পাওয়ার পর থেকেই নিরাপত্তা নিয়ে কড়াকড়ি করা হয়েছে তাঁর। বাড়ির সামনে ভিড় নিয়ন্ত্রিত করা হয়েছে, ২৪ ঘণ্টা নজর রাখছে পুলিশও। আর কানাঘুষোয় শোনা গিয়েছিল এই নিরাপত্তার কারণেই বাতিল হচ্ছে সলমন খানের (Salman Khan)-এর কলকাতা সফর আর শো। তবে শেষ মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী, পরিকল্পনা মাফিক মে বা জুন মাসে কলকাতায় আসছেন সলমন। শো-টিও করবেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez), সোনাক্ষী সিংহ (Sonakshi Sinha), প্রভু দেবা (Prabhu Deva), আয়ুষ শর্মা (Ayush Sharma) ও গুরু রনধাওয়া (Guru Randhawa)।
সম্প্রতি একটি হুমকি মেল পায় সলমন খানের টিম। একটি এফআইআরও রুজু করা হয় বান্দ্রা থানায়। আর 'ভাইজান' এর আবাসস্থল বিলাসবহুল গ্যালেক্সি আবাসনে আরও জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা। ২৪ ঘণ্টা পাহাড়ায় থাকছে পুলিশ, জমায়েত অনুমতি দেওয়া হচ্ছে না অনুরাগীদেরও। তবে কলকাতা সফর এখনও পর্যন্ত অক্ষতই রয়েছে বলে সূত্রের খবর। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এপ্রিল মাসে কলকাতায় আসবেন সলমন। কিন্তু মে-জুন মাসে আসবেন সলমন।
সূত্রের খবর, নভেম্বর ডিসেম্বর মাসে কলকাতায় এসেছিল সলমনের টিম। তখনই পাকা হয়ে গিয়েছিল অনুষ্ঠানের জায়গা। তবে সুরক্ষার কারণে গোপন রাখা হয়েছে দিন ও জায়গা। এই অনুষ্ঠানে থাকবে সরকারি সুরক্ষাও। এখন থেকেই সুরু হয়ে গিয়েছে অনুষ্ঠানের প্রস্তুতি। কেবল সলমন নয়, একাধিক তারকা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। আর তাই সুরক্ষা ব্যবস্থাও হবে বেশ কড়া।
প্রসঙ্গত, হুমকি মেল পাওয়ার পরে, সলমনের টিমের তরফে ভারতীয় দণ্ডবিধির ৫০৬(২), ১২০(বি) ও ৩৪ নম্বর ধারায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও, গোল্ডি ব্রার বিরুদ্ধে মামলা হয়েছে। সূত্রের খবর, রোহিত গর্গ নামে জনৈক ব্যক্তি মেলটি পাঠায়। তাতে উল্লেখ করা হয়, কানাডার গ্যাংস্টার গোল্ডি ব্রার সলমন খানের সঙ্গে সরাসরি কথা বলতে চায়। এমনকী সম্প্রতি লরেন্স বিষ্ণোই এক সাক্ষাৎকারে জানিয়েছে, সলমন খানকে খুন করা-ই তার জীবনের লক্ষ্য।
এই ঘটনার পরে জোরদার করা হয়েছে সলমনের অফিস ও বাড়ির নিরাপত্তা ব্যবস্থা। পুলিশসূত্রে খবর, ২৪ ঘণ্টা ধরে সলমনের আবাসনের ওপর নজর রাখার জন্য মোতায়েন করা হয়েছে ১০ জন কনস্টেবলকে। দফায় দফায় সলমনের অ্যাপার্টমেন্টের ওপর নজর রাখছেন তাঁরা। 'দবং' অভিনেতার আবাসনের সামনে থেকে উধাও অনুরাগীদের ভিড়, উচ্ছ্বাসের সেই চেনা ছবি। নিরাপত্তা বজায় রাখতেই পুলিশের তরফ থেকে আপাতত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অনুরাগীদের জমায়েতের ওপর। অনুমতি ছাড়া প্রবেশের অধিকার পাচ্ছেন না অপরিচিত কোন মানুষই।
আরও পড়ুন: Pradeep Sarkar: নিভল 'প্রদীপ', প্রয়াত পরিণীতা', 'মর্দানি'-র বাঙালি পরিচালক, শোকস্তব্ধ টলিউড-বলিউড