এক্সপ্লোর
ছোটবেলার বন্ধুর ছেলে জাহির ইকবালকে বলিউডে সুযোগ করে দিচ্ছেন সলমন খান
মুম্বই: বলিউডে সলমন খানের হাত ধরে অনেকেরই অভিষেক হয়েছে। সেই তালিকায় এবার নয়া সংযোজন হতে চলেছেন জাহির ইকবাল। এই তরুণ সলমনের ছোটবেলার বন্ধু ইকবালের ছেলে। যাঁর কাছ থেকে কিশোর বয়সে প্রায়ই টাকা ধার নিতেন সলমন। তাঁর কাছ থেকে এখনও ২,০১১ টাকা পান ইকবাল। ছোটবেলার বন্ধুর সেই উপকারের প্রতিদান হিসেবে তাঁর ছেলেকে নিয়ে ছবি করার সিদ্ধান্ত নিয়েছেন এই বলিউড তারকা।
Being Launched Tomorrow ... KAL dekhte hai yeh ladka AAJ kaise dikhta hai ... pic.twitter.com/2VpmWvD9J8
— Salman Khan (@BeingSalmanKhan) May 30, 2018
ট্যুইটারে জাহিরের ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন সলমন। অন্য একটি ট্যুইটে জাহিরের এখনকার ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। যা-ই হোক না কেন, সবসময় নিজের সেরাটা দেবে জাহির। নিজের উচ্চতা বজায় রাখবে তবে যাদের তুমি ভালবাসো এবং যারা তোমায় ভালবাসে তাদের জন্য ঝুঁকতেই হবে। মনে রাখবে, সম্মান ও আনুগত্যই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
How these kids grow up so soon... ALWAYS keep giving your best #ZAHERO no matter what. Stand tall and always bend backwards for those u love and those who love u, Yeh yaad rakhna that the most important thing in life is Respect and Loyalty. @iamzahero pic.twitter.com/xmn3RXklRk
— Salman Khan (@BeingSalmanKhan) May 31, 2018
সলমনের ঘনিষ্ঠ সূত্রে খবর, জাহিরের বিপরীতে যে অভিনেত্রী এই ছবিতে থাকবেন, তাঁরও বলিউডে অভিষেক হবে। তবে সেই অভিনেত্রী কে হবেন, সেটা এখনও ঠিক হয়নি। এই ছবির শ্যুটিং হবে কাশ্মীরে। সলমনের হাত ধরে বলিউডে পা রাখা সোনাক্ষী সিনহা, অর্জুন কপূর, সূরজ পাঞ্চোলিরা এখন জাহিরকে অভিনয়ের বিভিন্ন দিক শেখাচ্ছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement