Salman Khan: নজরে ভরপুর অ্যাকশন, ক্যাটরিনার পরে এবার প্রকাশ্যে 'টাইগার' সলমন
Tiger 3: হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবিটি। সলমনের ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পরণে জিনসের ঢোলা জ্যাকেট, ঢিলে প্যান্ট ও গলায় স্কার্ফ। হাতে পিস্তল আর তাঁর পায়ের কাছে পরে রয়েছেন একজন মানুষ
কলকাতা: ক্যাটরিনা কইফের ( (Katrina Kaif) পরে সলমন খান (Salman Khan)। 'টাইগার' (Tiger) হয়ে প্রকাশ্যে এলেন বলিউডের 'ভাইজান'। আজ প্রকাশ্যে এল 'টাইগার ৩' (Tiger 3) ছবিতে সলমন খানের লুক। সোশ্যাল মিডিয়ায় আজ নিজের অ্যাকাউন্ট থেকে নতুন ছবিতে নিজের লুক শেয়ার করে নিয়েছেন সলমন। ১৬ অক্টোবর মুক্তি পাবে এই ছবির ট্রেলার।
হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবিটি। সলমনের ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পরণে জিনসের ঢোলা জ্যাকেট, ঢিলে প্যান্ট ও গলায় স্কার্ফ। হাতে পিস্তল আর তাঁর পায়ের কাছে পরে রয়েছেন একজন মানুষ। ক্যাপশানে লেখা, 'টাইগার একজনই হয়।' এর আগে, সোশ্যাল মিডিয়ায় নিজের লুক শেয়ার করে নিয়েছেন ক্যাটরিনাও।
ফের অ্যাকশন পোজে নজর কেড়েছেন অভিনেত্রী। দড়ি ধরে ঝুলতে ঝুলতে পিস্তল দিয়ে শ্যুট করতে দেখা গেল তাঁর পোস্টারে। কালো চামড়ার জ্যাকেট ও প্যান্ট পরে, উঁচু করে পনিটেল বেঁধে পারফেক্ট ফাইটার। সলমন এই পোস্টার শেয়া করে ক্যাপশনে লেখেন, 'আগুনের সঙ্গে লড়াই আগুন দিয়েই, এই হল জোয়া।' অপেক্ষারত অনুরাগীদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে এই ছবি।
মণীশ শর্মা পরিচালিত 'টাইগার ৩' ছবির প্রযোজক আদিত্য চোপড়া ও 'যশ রাজ ফিল্মস'। সংস্থার বহু চর্চিত স্পাই ইউনিভার্সের পঞ্চম ছবি এটি। এর আগে মুক্তি পেয়েছে 'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়', 'ওয়ার', 'পাঠান'। 'টাইগার ৩' ছবিতে 'পাঠান' হিসেবে শাহরুখ খানের ক্যামিও থাকবে। সেই ইঙ্গিত অবশ্য পাওয়া গিয়েছিল 'পাঠান' ছবিটিতেই। সেখানে সলমন খানের উপস্থিতি ছিল। তাঁদের কথোপকথনের মধ্যেই ছিল সলমনের আগামী ছবিতে শাহরুখের থাকার ইঙ্গিত। সত্যি হতে চলেছে সেটাই।
এই ছবিতে একজন মহিলা গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে ক্যাটরিনাকে। অভিনেত্রী জানান, জোয়া হচ্ছে যশ রাজ ফিল্মস স্পাই ইউনিভার্সের মহিলা গুপ্তচর এবং এই চরিত্রে অভিনয় করতে পেরে তিনি গর্বিত। অভিনেত্রীর কথায়, 'সে হিংস্র, সে সাহসী, সে হৃদয় দিয়ে ভাবে, সে অনুগত, সে প্রতিরক্ষামূলক, সে লালন-পালন করে এবং সর্বোপরি সে প্রত্যেকবার মানবতার পক্ষে দাঁড়ায়।'
View this post on Instagram
আরও পড়ুন: Akshay Kumar: সপ্তম শ্রেণীতে ফেল, বাবা কী শাস্তি দিয়েছিলেন অক্ষয় কুমারকে?