এক্সপ্লোর
Advertisement
‘টিউবলাইট’-এর বিপুল ক্ষতির দায় নিয়ে পরিবেশকদের ৫৫ কোটি দিতে প্রস্তুত সলমন
মুম্বই: সলমন খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘টিউবলাইট’ বক্স-অফিসে কার্যত মুখ থুবড়ে পড়েছে। বিশাল আশা জাগিয়ে ইদে মুক্তি পায় ভাইজানের এই ছবি। কিন্তু বক্স অফিস থেকে মাত্র ১১৪.৫০ কোটি টাকা তুলতেই সক্ষম হয় এই ছবি।
বিশাল ক্ষতির পরই ছবির পরিবেশক এবং প্রযোজকরা ক্ষতিপূরণ বাবদ সলমনের থেকে টাকা ফেরত চান। প্রসঙ্গত, সলমন এঁদের দাবি মেনে নিয়েছেন। জানা গিয়েছে প্রযোজক-পরিবেশকদের সমস্ত টাকা তিনি ফিরিয়েও দেবেন। সত্যিই সলমনের এই সিদ্ধান্তটা একজন মহাতারকা হিসেবে অভাবনীয়, মত ট্রেড অ্যানালিস্ট কোমল নাহতার।
কবীর খান পরিচালিত, সলমন-সোহেল অভিনীত এই ছবি মূলত ১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধের পটভূমিতে তৈরি হয়েছিল। ছবিতে চিনা অভিনেত্রী ঝু ঝুও অভিনয় করেন।
এই ছবি প্রসঙ্গে সংবাদসংস্থা পিটিআইকে সলমন এক সাক্ষাত্কারে বলেন, ইদের আগে মুক্তি পাওয়া এই ছবি ঘিরে মানুষের মধ্যে বিরাট আশা তৈরি হয়েছিল। তাঁরা ভেবেছিলেন হলে গিয়ে টাকা ছুঁড়ে, নেচে-গেয়ে তাঁরা ফিরবেন। কিন্তু হলে গিয়ে সম্পূর্ণ অন্য ছবি দেখেন তাঁরা। ‘টিউবলাইট’ একটি স্পর্শকাতর ছবি। একজন কঠিন হৃদয়ের মানুষকেও কাঁদাতে পারে এই ছবি। বিনোদন ছবির মূল বিষয় ছিল না। সেইজন্যে হয়তো মানুষের আশা পূরণ হয়নি। তাই সেভাবে ব্যবসা করেনি তাঁর ‘টিউবলাইট’।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement