এক্সপ্লোর
মৃত্যুর আগে যাবতীয় সম্পত্তি সঞ্জয় দত্তকে লিখে দিলেন তাঁর এই অনুগামী
![মৃত্যুর আগে যাবতীয় সম্পত্তি সঞ্জয় দত্তকে লিখে দিলেন তাঁর এই অনুগামী Sanjay Dutt fan Nishi Harishchandra Tripathi just left all her belongings in his name মৃত্যুর আগে যাবতীয় সম্পত্তি সঞ্জয় দত্তকে লিখে দিলেন তাঁর এই অনুগামী](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/03/08092842/sanjay-dutt.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সঞ্জয় দত্ত তাঁর প্রিয় অভিনেতা। এতটাই প্রিয় যে মৃত্যুর আগে সব সম্পত্তি তাঁর নামে লিখে দিতে দ্বিধা করেননি নিশি হরিশ্চন্দ্র ত্রিপাঠী। সঞ্জয়কে পুলিশ ফোন করে এই খবর দিয়েছে।
২৯ জানুয়ারি সঞ্জয়কে পুলিশ ফোন করে জানায়, ৬২ বছর বয়স্ক নিশি নামে এক মহিলা মৃত্যুর আগে সব সম্পত্তি তাঁকে দিয়ে গিয়েছেন। তাঁর স্থাবর অস্থাবর সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা, লকারে থাকা জিনিসপত্র- সব কিছুর মালিক এখন সঞ্জয়।
তবে সঞ্জয় জানিয়েছেন, ওই অর্থের এক পয়সাও নেবেন না তিনি। ব্যাঙ্ক অফ বরোদার বাল্কেশ্বর শাখায় চিঠি লিখে তিনি অনুরোধ করেছেন, নিশি হরিশ্চন্দ্র ত্রিপাঠির সব অর্থ যেন তাঁর পরিবারকে দিয়ে দেওয়া হয়।
অনুগামীর এই পদক্ষেপে হতবাক সঞ্জয় বলেছেন, এই ভালবাসা পেয়ে তিনি অসম্ভব খুশি। কিন্তু তিনি মনে করেন তাঁকে সম্পত্তি দিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত আবেগের বশে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মন্তব্য করার মত ভাষা তাঁর জানা নেই। এমন একজন যাঁকে তিনি চেনেনও না, তিনি তাঁর জন্য যেভাবে ভালবাসা দেখিয়েছেন, তার সামনে মূক হয়ে গিয়েছেন তিনি। ওঁর আত্মার শান্তি হোক।
পুলিশ জানিয়েছে, ১৫ জানুয়ারি নিশির মৃত্যু হয়। তাঁর ৮০ বছরের মা, ২ ভাই ও ১ বোন রয়েছেন। থাকতেন মালাবার হিলসের ত্রিবেণী অ্যাপার্টমেন্টে। সেখানে তাঁর ২৫০০ বর্গ ফুটের একটি ফ্ল্যাট রয়েছে, যার দাম অন্তত ১০ কোটি টাকা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)