এক্সপ্লোর
আলিয়া, শ্রদ্ধা নয়, ‘ঠগস অফ হিন্দুস্তানে-এ আমিরের বিপরীতে অভিনয় করবেন সারা?

মুম্বই: বিজয় কৃষ্ণ আচার্যর আসন্ন পিরিয়ড ড্রামা ‘ঠগস অফ হিন্দুস্তান’-এ বলিউডের দুই সুপারস্টার অমিতাভ বচ্চন-আমির খানের থাকা নিশ্চিত হলেও, এখনও অবধি নায়িকার চরিত্রের জন্যে কাউকে চূড়ান্ত করা হয়নি। প্রথমে শোনা গিয়েছিল এই ছবির জন্যে আলিয়া ভট্টকে পছন্দ আমিরের। কিন্তু প্রযোজক আদিত্য চোপড়া বাণী কপূরকে নেওয়ার ব্যাপারে বেশি আগ্রহ দেখান। পরে বলিউডের আরও একটি ওয়োবসাইটে আবার দাবি করা হয় ছবিতে অভিনয় করতে পারেন আমিরের ‘দঙ্গল’-এর সহ অভিনেত্রী ফতিমা সানা শেখ। তবে সর্বশেষ এখন শোনা যাচ্ছে সেফ আলি খান-অমৃতা সিংহের কন্যা সারা আলি খানকে ‘ঠগস অফ হিন্দস্তান’-এর জন্যে চূড়ান্ত করার ভাবনাচিন্তা করছেন আমির। প্রসঙ্গত, এই ছবির জন্যে আমির চাইছিলেন অল্পবয়সি এবং তুলনামূলক ভাবে ফ্রেস ফেস। ২০০২ সালে ফারহান আখতারের ছবি ‘দিল চাহতা হ্যায়’ ছবিতে সারার বাবা সেফ-এর সঙ্গে একসঙ্গে কাজ করেছিলেন আমির।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















